রাগ – শাহানা সিরাজী

Picsart_23-04-20_23-54-40-534.jpg

রাগ – শাহানা সিরাজী

রাগলেই রাগতে পারো
হাসতে পারো কি
স্বার্থের ভেতর তবু রাখবো না তোমায়
করো যতোই চিৎকার চেঁচামেচি
তুমি হাসতে পারো কি…

রাগ করা সহজ যতো হাসি ততোই কঠিন
রাগতে লাগে মন্দ কথা, দৃষ্টি বাঁকা, উটকো উস্কানি
হাসতে হলে লাগে প্রাণ, ফুলের ঘ্রাণ, শুদ্ধ স্বরধবনি
হাসতে হলে বাসতে ভালো লাগে মধুর ধবনি
তুমি হাসতে পারো কি….

রাগতে হলে গ্লাস ভাঙে খাবার উড়ে মনটা পুড়ে
রাগলে তোমায় টকটকে লাল মাকাল ফল লাগে
হাসলে দেখি চাঁদনী ঝরে মনটা ছলে ঝিকিমিকি করে
হাসতে হলে সন্ধ্যার আভা ছড়ায় প্রভা মুক্তো ঝরায় কি
তুমি হাসতে পারো কি…

শাহানা সিরাজী
ইন্সট্রাক্টর ( সাধারণ)
পিটিআই মুন্সীগঞ্জ
কবি,প্রাবন্ধিক ও কথা সাহিত্যিক।

আরও পড়ুন।

হে অদ্বিতীয় হে অহিংস পরশ পাথর -শাহানা সিরাজী

আরও পড়ুন।

হামদ – শাহানা সিরাজী

আরও পড়ুন।

মুই কারে কী হমু – শাহানা সিরাজী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top