হামদ – শাহানা সিরাজী

Picsart_23-04-02_23-29-36-725.jpg

সুরা ফাতিহা

বিশ্ব জগতের মালিক তুমি
তুমি দয়ার সাগর
তোমার কাছে তাই তো ছুটি
জগত হয় যে আঁধারজ

তুমিই মালিক তুমিই প্রভু
তোমার কাছেই চাই
তুমি ছাড়া অন্য কারো
মায়া না চাই গো প্রভু মায়া না চাই

তুমি আমার জীবন মরণ তুমিই সুখের আধার
তোমার কাছে তাই তো ছুটি জগত হয় যে আঁধার

তাদের পথে নাও গো তুমি
তাদের পথে নাও
যারা গেছে তোমার ডাকে
নাজাত তাদের দাও
সে পথ হতে রাখো দূরে যে পথ কঠিন পাথার
তোমার কাছে তাই তো ছুটি জগত হয় যে আঁধার।

সুরা নাস

ওগো দয়াময়, বিশ্ব অধিপতি
ওগো মালিক ওগো অগতির গতি
তুমি ছাড়া নেই কেউ নেই
কাছে টেনে নেবার
তাই তো আমি তোমার কাছে আসি বারে বার

তুমি আমায় বাঁচাও প্রভু
নিন্দুক হতে দূরে
তুমি আমায় রক্ষা করো অনিষ্ট যারা করে
কুমন্ত্রণায় অন্তর ভাসায় চাই না তাদের আর
তাই তো আমি তোমার কাছে আসি বারে বার

ওগো প্রভু তুমি মালিক
তুমিই প্রাণের প্রাণ
তুমি আমার অধিপতি
বিশ্ব জগত করে নতি
তুমিই পারো রুখতে তাদের কু-জিন মানুষ আর
তাই তো আমি তোমার কাছে আসি বারে বার।

সুরা ফালাক

হে দয়াময় ভোরের মালিক
হে রহমান আলোর মালিক
দয়া করো আমায়
অন্ধকারের আড়াল হতে
অন্ধকারের আঘাত হতে
অন্ধকারের ক্ষতি হতে
রক্ষা করো আমায়
রক্ষা করো আমায়

হে দয়াময় আলোর মালিক
মোহ হতে বাঁচাও
হে রহমান ভোরের মালিক
গ্রন্থিতে চুম দাও
দুষ্টু লোকের ফাঁদ হতে রক্ষা করো আমায়

হে দয়াময় বিশ্বপতি
হে দয়াময় আলোর জ্যোতি
আলো দাও চোখে
সেই আলোতে দূর করে দাও
হিংসা যতো আছে
হিংসুকেরই নিন্দা হতে রক্ষা করো আমায়..

এখলাস

এসো বন্ধু এসো
বলো বন্ধু বলো
কে আমাদের মালিক
কী বা তার পরিচয় কী বা তারই জয়

তিনিই মালিক তিনিই প্রভু
তিনি এক অদ্বিতীয়
নাই কেউ নাই তার সমকক্ষ নাই রে কেউ নাই
নাই কেউ নাই তার সমকক্ষ নাই রে কেউ নাই

এসো বন্ধু গেয়ে যাই
মহান প্রভুর নাম নিয়ে যাই
জন্ম যার অতি প্রাকৃত পিতা নাই গো তার
নয় যে তিনি কারো পিতা কারো পরিচয়
অনাদি অসীম তিনি নাই তো পিতা তার
নাই কেউ নাই ডাকবে বাবা নাই রে কেউ নাই নতজানু তার কাছে একই সুরে গাই

শাহানা সিরাজী
ইন্সট্রাক্টর (সাধারণ)
পিটিআই মুন্সীগঞ্জ।
কবি প্রাবন্ধিক ও কথা সাহিত্যিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top