হে অদ্বিতীয় হে অহিংস পরশ পাথর -শাহানা সিরাজী

Picsart_23-04-20_23-54-40-534.jpg

হে অদ্বিতীয় হে অহিংস পরশ পাথর -শাহানা সিরাজী

আদ-দ্বোহার ছায়ায়

হে দয়াল আল্লাহ হে বিচার দিনের মালিক
হে অদ্বিতীয় হে অহিংস পরশ পাথর।
তোমায় ছাড়া ভালো লাগে না তোমায় ছাড়া আর বাঁচি না…..
শোন শোন শোন মুহাম্মদ,প্রিয় বন্ধু আমার
ভোরের কসম সন্ধ্যার কসম
ভুলিনিতো আমি
আমি তোমার পাশেই আছি বলুক মন্দ যা লোকে-
ভুলতে কী পারো তুমি ছিলে পথহারা
ভুলতে কী পারো তুমি ছিলে পিতাহারা
ভুলতে পারো তুমি ছিলে নি:স্ব অর্থহারা…

তোমায় আমি দেখিয়েছি পথ জ্ঞান-প্রজ্ঞা-সজ্ঞায়
তোমায় আমি দিয়েছি প্রেম
দাদা মুত্তালিব চাচা তালিবের ছায়ায়
তোমায় আমি দিয়েছি বিত্ত
খাদিজার সৌভাগ্য মহান বিত্ত

শূন্য থেকে করেছি পূর্ণ
অতীত থেকে ভবিষ্যৎ
আরো আছে পরম সুখ
চির অমৃত সুখের জান্নাত
যা কিছু তুমি ভালোবাসো
সবই রইলো তোমার …

ওহে নবী, বলো বলো-
কেউ যেন না দেয় দু:খ এতিমের প্রাণে
কেউ যেন না করে অপমান দু:খী জনেরে
যা আছে তোমার দান করো তারে
কষ্ট নিয়ে দাঁড়ায় যারা সামনে
ওগো রাসুল, বলো বলো সবে-
এ দুনিয়া নয়তো কিছু পরের জীবন সবই
ক্ষণ কালের এ পৃথিবী যেমন ক্ষণের আলো
তারপরই আসে রাত্রি অন্ধকারে চেয়ে
তাই বলে কী হয় না আবার ভোর
তেমনি রয়েছে তোমার হাজার মুক্তোর বাড়ি
ওগো বলো তাড়াতাড়ি …
মন্দ কথা বলে যারা তাদের দাও হাসি
রোজ হাসরে সবার কথা হয়ে যাবে বাসি
সে দিন তুমি উজ্জ্বল আলোয় থাকবে আমার পাশে
অনুসারী তোমার যারা ক্ষময়া পাবে কেবল তারা
তোমার সুপারিশে
তুমি আছো আমারই পাশে…

বলো বলো বলো মুহাম্মদ
যা কিছু তুমি পেয়েছো ভালো
যা কিছু তুমি করেছো ভালো
সবাই তখন বুঝে নেবে
ভালো কাজে অংশ নেবে।
আছো যতদিন এ দুনিয়ায়
ফ্যাসাদ করো না
শান্তি যদি পেতে চাও
শান্তি মুছো না…

সুরা ইনশিরাহর ছায়ায়

প্রভু হে প্রভু, কোথায় তোমার বাস
এই অন্তরে জ্বলে আগুন সদায় বারো মাস
চল্লিশ বছর গেছে কেটে করিনি সিজদা তোমায়
এই বোঝা আর বইবো কতো চোখ যে ভিজে যায়…
কেঁদো না গো দীনের নবী কেঁদে নো তুমি
তোমার ভার যে নিয়েছি আমি বক্ষ প্রসার করি
জ্ঞানে -প্রজ্ঞায়,প্রেমে মায়ায় দিয়েছি তা ভরি
ভয় পেয়ো না ওগো নবী আল্লাহর কথা বলো

যে বুকেতে জাগবে প্রেম আমার দেয়া মায়ায়
সে জন আসবে ফিরে আবার তোমার শীতল ছায়ায়।
তোমার জায়গা আমার সাথে এক হয়েছে গেঁথে
যেখানেতে আছি আমি তুমিও সেখানে
জীবন চলার পথে পথে করো সাধনা
যখন তুমি পাবে সময় আমায় ভুলো না

কষ্ট করো পতাকা তোলো পথ যে কঠিন বড়ো
কঠিনেরে করবে সরল এই ভাবনায় চলো
শ্রমের পরে শ্রম দাও শ্রমেই মিলে মুক্তি
শ্রমের পরে আরাম করো প্রভুর অসীম শক্তি

বক্ষ তোমার করেছি মুক্ত ধুয়েছি জমজমে
লোভ হিংসা, অহংকার সবই দিয়েছি ফেলে
সে কথা কী নেই যে মনে ওগো দীনের নবী
জীবরাইলের চোখে আছে সে ঘটনার ছবি

অবসর পেলেই মুখটি ঘুরাও তোমার প্রভুর নামে…..

শাহানা সিরাজী
ইন্সট্রাক্টর ( সাধারণ)
পিটিআই মুন্সীগঞ্জ
কবি,প্রাবন্ধিক ও কথা সাহিত্যিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top