ছান্দিক উপমার তরঙ্গবিলাস –
শাহানা সিরাজী কবি,প্রাবন্ধিক ও কথা সাহিত্যিক।
কবিতার জন্য কবি নাকি কবির জন্য কবিতা – এ এক দ্বান্দ্বিক উপযোজনা। যেখানে কবি ও কবিতা একাকার।
যেখানে বোধের শৈল্পিক চিত্র চিত্রিত হয় সেখানেই কবি অনন্য রূপমূল, যে মূলের রস আস্বাদন করে পাঠকমহল ব্যক্তিগত অভিজ্ঞানে মগ্ন হয়। তেমনই ছান্দিক উপমায় তরঙ্গবিলাসী কবিতার বই ‘ কখনো দ্বন্দ্ব কখনো ছন্দ ‘ কবি আইউব সৈয়দ এর। বাংলা সাহিত্যের কবিতা শাখায় নতুন ধারার অমূল্য সংযোজন পাঠককে এক টানে নিয়ে যায় চিন্তার গভীরে-‘ বিস্মিত আবেগ’ এর ঢেউ ঢেউ স্রোতে।
কবিতায় নিজস্ব স্টাইল, উপস্থাপনার ‘প্রেমময় সুর’ কবিতাকে দিয়েছে একক অধ্যায়ের ‘নান্দীপাঠ’। এ যেন ‘নিরাপদ অনুভব’। মানুষের সাথে মানুষের মিলনের যৌগসূত্রই মানবিক বিকাশের সুফলা মাঠ। এ মাঠে যতো বেশী ফসল ফলবে ততোই পৃথিবী হয়ে উঠবে প্রতিশ্রুতিময়।
‘নিরাপদ সজীবতা আভিজাত্যে পরিপূর্ণ ‘ হবে। কবিতা থেকে দূরে সরলেই ‘প্রজ্ঞাময় মেঘগুলো উধাও ‘ হবে।
কবি আইউব সৈয়দ এর ‘কখনো দ্বন্দ্ব কখনো ছন্দ ‘ কবিতার বইটি ব্যক্তিগত অনুরাগ-প্রেম-ভালোবাসাকে ছাপিয়ে বৈশ্বিক এক কল্লোলে ডুব দিয়েছে। যেখানে জাগতিক দ্বন্দ্ব যেমন ফুটে উঠেছে তেমনি জীবনের নিবিড় ছন্দও ধরা দিয়েছে। জীবন কখনো সরল রেখায় চলে না, পথে পথে পদে পদে ঘাত-প্রতিঘাত আবার নিটোল আনন্দ ছড়িয়ে থাকে। কবি সে সব কুড়িয়ে নন্দনতত্ত্ব মিশিয়ে, রঙ-রূপ-রসের ধারায় এঁকেছেন এক একটি অরূপ চিত্র কল্প।
হৃদয় কাঁপানো,মন ভরানো শাব্দিক সংকেতে ঝংকার তুলেছেন যেন ‘জাকির হোসেনের তবলার তাল! হাংরি জেনারেশন ছাপিয়ে নতুন এক চারুবাক তৈরি করেছেন
ভাবনার স্তরে স্তরে। কৃষ্ণের বাঁশি নয়, রাধিকার বাঁকা চাহনী নয় তার চেয়ে তীব্র এক আকর্ষণ কবিতাকে দিয়েছে অমরত্বের ঘ্রাণ। ‘অভ্যর্থনা অভিসারে পদধবনী নৃত্যশীল।’
অকারণ চঞ্চলতা নেই আছে সাজানো টেবিল,কারো আসার পদ-ধবনী, এ ঘর থেকে ও ঘর ঘোর লাগা অপেক্ষায় গ্রীবা বাঁকিয়ে, নতুন মুদ্রায় কে নেচে যায়! এ কী অভিসার! একী প্রহেলিকা! এ কী কুহক! অনির্বচনীয় আবেগে সমর্পিত কবি ক্ষণিকের জন্য ভুলে যায় জন্মযন্ত্রণা! বিস্ময়ে বিমোহিত মন অশান্ত হতে হতে ঝড়ের কবলে পড়ে। এ যেন স্বাপ্নিক যাত্রা রথের শোভিত কুঞ্জ। তাই বুঝি’ মাধবী ডেকেছে বান।ছুঁয়েছে চুমুর ঘ্রাণ।’সে বানে কেবল আছে পলল,শস্যের মহড়া।
আলোকিত কবি সে মহড়ায় নিষ্ঠাবান কৃষক।
‘যুগসত্যের বাতাসে। প্রতিজ্ঞাটা ফিরে আসে..’ সম্পর্কের গভীরতায় মায়া যেমন ছায়া ফেলে তেমনি ছায়া-মায়া মিলে প্রবাহিত হয় সুবাতাস, সে বাতাসে উড়ে বেড়ায় শুভ দৃষ্টির মৃদূ হাসি। প্রতিজ্ঞায় ব্যস্ত মন বলে, অস্তিত্ব বিপন্ন ও দৃষ্টি ছাড়া।
জীবন-জগৎ কখনো স্বপ্ন দেখায়, কখনো দুঃখে ভরায়, কখনো জল-তরঙ্গে নতুন সুর তুলে। ভালোবাসা ছাড়া জীববৈচিত্র্য টিকে থাকতে পারে না। ভালোবাসায় মিলন এক জটিল যৌগমালা। কবি নিপুণ দক্ষতায়, প্রজ্ঞায় সাজিয়েছেন কবিতার পঙক্তিমালা।
অসাধারণ একগুচ্ছ কবিতা উপহার দেয়ার জন্য ‘সাবালিয়া’ সজ্ঞায় ফিরেছে। মুকুলিত ‘মুসলিম পাড়া’
টাঙ্গাইলের পথে পথে মণি-মুক্তার সমাহার। ‘ ক্লান্তিগুলো রাজপথে উবু হয়ে পড়ে থাক’ কবির শিখা ছড়িয়ে পড়ুক আদি-অন্ত যুগপৎ আনন্দে-
সুন্দর প্রচ্ছদে শাসি রহমান পঞ্চান্নটি কবিতার এ বইটিকে নিয়ে গেছেন আরো উচ্চতায়, প্রকাশক যত্ন নিয়ে প্রকাশ করেছেন।
পাঠকমহল ভিন্ন রকম স্বাদ পাবেন বলে বিশ্বাস করি।
কখনো ছন্দ
কখনো দ্বন্দ্ব/ আইউব সৈয়দ।
প্রকাশক: খড়িমাটি, ৩৫ মোমিন রোড, চট্রগ্রাম, বাংলাদেশ।
প্রচ্ছদ শাসি রহমান
বিনিময়: দুইশত টাকা।
.