প্রাতঃপণ
মোঃ আঃ কুদদূস
আজ প্রিয় প্রভাতে প্রভাতী প্রণাম
ওহে মোর প্রভাত সারথি
প্রভাতের আলো হেরিতে এসো
ওহে অদৃশ্যা অমরাবতী।
প্রভাতের প্রিয় সুরে সুরে, সুর ওঠে
বেসুরো এই প্রাণের কোঠরে
আলোক পেয়ে আঁধার ছাড়িয়ে
জেগে ওঠো, ওগো ওঠো রে।
এই সুন্দর নির্মল নির্জন প্রভাতে
আমি নিশ্চুপ নিথর নেত্রে
তাকিয়ে আছি আগামীর পথে
অজস্র প্রেমের কৃপাণ হাতে ।
প্রাতে প্রভাকরের কোমল ছোঁয়ায়
প্রাণে নতুনের আশা জাগে
আজ না হয় কাল, একদিন প্রাতে
ফুটবে নব গোলাপ গুলবাগে।
কত প্রভাত এলো, কত গেল হারিয়ে
কেউ তো বলে নি সুপ্রভাত
আপন মনে আপনার শত আগমনে
শুধু হেরেছি সেই শ্বাশত পথ।
আজি এ স্বিগ্ধ সকালের মিষ্টি রোদে
হৃদয় উৎসরিত অজস্র আলো
মুঠি মুঠি বিলাইবো তাদের, যদি পায়
পথ ধারে নিঃসীম আঁধার- কালো।
৩০ সেপ্টেম্বর
সমিল মুক্তক ছন্দ