উপদেষ্টা আসিফ মাহমুদ বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন

Picsart_25-02-07_18-27-19-284.jpg

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

প্রথমেই আমার বাবার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছি। গতকাল রাত ৯টার দিকে একজন সাংবাদিক বাবার নামে ইস্যুকৃত ঠিকাদারি লাইসেন্স নিয়ে জানতে চাইলে, বাবার সঙ্গে কথা বলে নিশ্চিত হই, তিনি জেলা পর্যায়ের একটি লাইসেন্স করেছেন। বিষয়টি সাংবাদিককে নিশ্চিত করার পর, তিনি তা প্রকাশ করেন এবং গণমাধ্যমেও বিষয়টি উঠে আসে।

সাগর চৌধুরীঃ একটি ঠিকাদারি লাইসেন্সকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হওয়া আলোচনা-সমালোচনার পরিপ্রেক্ষিতে ব্যাখ্যা দিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব।

তিনি ঘটনার বিস্তারিত তুলে ধরেন এবং বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে দায়িত্বে থাকাকালীন এই লাইসেন্স ‘কনফ্লিক্ট অব ইন্টারেস্ট’ সৃষ্টি করতে পারে—বিষয়টি বুঝিয়ে বলার পর তাঁর বাবা নিজেই লাইসেন্স বাতিলের আবেদন করেন এবং আজই সেটি বাতিল করা হয়েছে।

সজীব লিখেছেন, প্রথমেই আমার বাবার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছি। গতকাল রাত ৯টার দিকে একজন সাংবাদিক বাবার নামে ইস্যুকৃত ঠিকাদারি লাইসেন্স নিয়ে জানতে চাইলে, বাবার সঙ্গে কথা বলে নিশ্চিত হই, তিনি জেলা পর্যায়ের একটি লাইসেন্স করেছেন। বিষয়টি সাংবাদিককে নিশ্চিত করার পর, তিনি তা প্রকাশ করেন এবং গণমাধ্যমেও বিষয়টি উঠে আসে।

তিনি আরও জানান, তাঁর বাবা আকুবপুর ইয়াকুব আলী ভুঁইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। স্থানীয় এক ঠিকাদার কাজ পাওয়ার সুবিধার্থে বাবার পরিচয় ব্যবহার করে একটি লাইসেন্স করার পরামর্শ দেন। সেই পরামর্শে বাবাও জেলা নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে ঠিকাদারি লাইসেন্সটি করেন।

তবে সজীব জানান, আমি যেহেতু সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করছি, সেই অবস্থানে থেকে বাবার ব্যবসায়িক সম্পৃক্ততা থাকা অনুচিত। বিষয়টি বোঝানোর পর বাবার পক্ষ থেকে আজ লাইসেন্স বাতিলের আবেদন করা হয় এবং তা বাতিলও হয়েছে।

তিনি এটাও স্পষ্ট করেন যে, ওই লাইসেন্স ব্যবহার করে এখন পর্যন্ত কোথাও কোনো কাজের জন্য আবেদন করা হয়নি।

ঘটনার জন্য বাবার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে সজীব বলেন, বাবা হয়তো কনফ্লিক্ট অব ইন্টারেস্টের বিষয়টি বুঝতে পারেননি। তাই তাঁর পক্ষ থেকে আমি ক্ষমা প্রার্থনা করছি।

আরও সংবাদ পড়ুন।

বদলি বাণিজ্যের অভিযোগে স্থানীয় সরকার বিভাগের সচিব নিজাম উদ্দিন দপ্তর হারালেন

আরও সংবাদ পড়ুন।

এলজিইডি’তে ৬৪ জেলার ২৮৫ টি পৌরসভায় দুর্নীতি ও অনিয়ম – দুদকের অভিযান

আরও সংবাদ পড়ুন।

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ছয় বিভাগে

আরও সংবাদ পড়ুন।

এলজিইডি’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পিআরএল) মজিবুর রহমান সিকদারের বিরুদ্ধে দুদকের মামলা

আরও সংবাদ পড়ুন।

এলজিইডির প্রধান প্রকৌশলীর সেখ মোহাম্মদ মহসিন এর অনিয়ম-দুর্নীতি

আরও সংবাদ পড়ুন।

এলজিইডি ঢাকা-এর কর্মকর্তাদের বিরুদ্ধে সরকারি অর্থ আত্নসাতের অভিযোগে – দুদকের অভিযান

আরও সংবাদ পড়ুন।

ঘুস লেনদেন – চাকরি গেল এলজিইডির কর্মকর্তার, ২ জন বরখাস্ত

আরও সংবাদ পড়ুন।

পিরোজপুরের এলজিইডির নির্বাহী প্রকৌশলী সাত্তার হাওলাদারের অনিয়ম ও দূর্নীতি

আরও সংবাদ পড়ুন।

এলজিইডি অফিসের কর্মকর্তাদের যোগসাজশে অর্থ উত্তোলনপূর্বক আত্মসাৎ – দুদকের অভিযান

আরও সংবাদ পড়ুন।

এলজিইডি’র জাবেদ করিমের বিপুল সম্পদের উৎস কোথায়! অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন

আরও সংবাদ পড়ুন।

ঘুস লেনদেন – চাকরি গেল এলজিইডির কর্মকর্তার, ২ জন বরখাস্ত

আরও সংবাদ পড়ুন।

পনের বছরের জঞ্জাল একদিনে পরিষ্কার হবে না – স্থানীয় সরকার উপদেষ্টা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top