এলজিইডি’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পিআরএল) মজিবুর রহমান সিকদারের বিরুদ্ধে দুদকের মামলা
অপরাধ প্রতিবেদকঃ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পিআরএল) মো. মজিবুর রহমান সিকদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক জেসমিন আক্তার বাদী হয়ে আজ মঙ্গলবার কমিশনের ঢাকা-১ কার্যালয়ে মামলাটি করেন।
মামলার এজাহারে তার বিরুদ্ধে ৪ কোটি ২০ লাখ জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলের অভিযোগ করা হয়েছে।
এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মজিবুর রহমান সিকদার দুদকে পেশ করা সম্পদ বিবরণীতে ১ কোটি ২৪ লাখ টাকার সম্পদ গোপন করেছেন। তিনি ভুয়া কাগজপত্র তৈরি করে মাছ চাষ থেকে আয় দেখিয়েছেন। বাস্তবে এই ধরনের ব্যবসা তার নেই।
আসামি মজিবুর রহমান সিকদার তার সম্পদ বিবরণীতে ১০ কোটি ৭৮ লাখ ৯০ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পতের হিসাবে উল্লেখ করেছেন। হিসাব যাচাইকালে তার নামে ১ কোটি ২৪ লাখ টাকার স্থাবর সম্পদ বেশি পাওয়া যায়। এই হিসাব অনুযায়ী তিনি ১ কোটি ২৪ লাখ টাকার সম্পদ গোপন করেছেন। তিনি অবৈধ উৎস থেকে জ্ঞাত আয় বহির্ভূত ৪ কোটি ২০ লাখ টাকার সম্পদ অর্জন ও ভোগদখলে রেখে দুদক আইন ২০০৪ এর ২৭(১) ধারা এবং ২৬(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
আরও সংবাদ পড়ুন।
আয়বহির্ভূত সম্পদ – সড়ক ও জনপথের সাবেক প্রধান প্রকৌশলী এ কে এম মনির হোসেন কারাগারে
আরও সংবাদ পড়ুন।
পিরোজপুরের এলজিইডির নির্বাহী প্রকৌশলী সাত্তার হাওলাদারের অনিয়ম ও দূর্নীতি
আরও সংবাদ পড়ুন।
এলজিইডির প্রধান প্রকৌশলীর সেখ মোহাম্মদ মহসিন এর অনিয়ম-দুর্নীতি
আরও সংবাদ পড়ুন।
এতটাকা কোথায় পেল প্রকৌশলী নজরুল? জড়িত ভোলা ও বরিশালের ঠিকাদারা
আরও সংবাদ পড়ুন।
এলজিইডি অফিসের কর্মকর্তাদের যোগসাজশে অর্থ উত্তোলনপূর্বক আত্মসাৎ – দুদকের অভিযান