বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু টেষ্ট কিট ও স্যালাইন নেই; রোগীদের চিকিৎসা ব্যাহত। সাধারণ রোগীরা গতকয়েক সপ্তাহে একাধিক বার অভিযোগ করেছেন গণমাধ্যমে।
সাগর চৌধুরীঃ ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু টেষ্ট কিট ও স্যালাইন নেই। দিনের পর দিন সাধারণ জনগনের স্বাস্থ্য সেবা ব্যাহত হচ্ছে।
ডেঙ্গু রোগীরা চিকিৎসা সেবা পাচ্ছেন না হাসপাতালে। নানা রকম হয়রানীর স্বীকার হচ্ছেন রোগীরা।
বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু টেষ্ট কিটের বিষয়ে একাধিক রোগী ও রোগীর স্বজনরা অভিযোগ করেছেন।
যদিও বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু টেষ্ট কিট নেই ফলে এখানকার চিকিৎসকরা বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলোতে রেফার করছেন।
বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলো ডেঙ্গু টেষ্ট করার নামে গলা কাটছে সাধারণ ডেঙ্গু রোগীদের। সরকার নির্ধারিত ফি চেয়েও কয়েকগুন টাকা বেশি নিচ্ছে তারা। কিন্তু সে বিষয়ে কোন পদক্ষেপ নিচ্ছেন না দায়িত্বরতরা।
স্থানীয়দের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।
জানতে চাইলে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার রেজাওয়ানুল ইসলাম বলেন, দুই সপ্তাহ আগে মাত্র ৪০ পিস এসেছে কিট এসেছে, সেগুলো অলরেডি শেষ।
বেসরকারি প্রতিষ্ঠানে সরকারের নির্ধারিত ফি ৩০০ টাকা? এমন প্রশ্নে, পরিক্ষায় রশিদ না নেওয়া, এবং নাম ঠিকানা সঠিক ভাবে উল্লেখ না করার বিষয়ে বললেন অফিসার।
বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার রেজাওয়ানুল ইসলাম ।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান-উজ্জামানকে বিষয়টি সম্পর্কে জানালে তিনি বলেন, বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীর টেষ্ট কিট নেই। স্যালাইন নেই। আরও কিছু কিছু ঔষধের কম আছে। তারপরও আমি খোঁজ নিব।
ডেঙ্গু টেষ্ট কিট ও স্যালাইন সম্পর্কে জানতে, ভোলা জেলার জেলা সিভিল সার্জন ডাঃ কে এম শফিকুজ্জামান এর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার জন্য কল করলেও মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
আরও সংবাদ পড়ুন।
জনমনে ক্ষোভ; বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবৈধ স্থাপনা
আরও সংবাদ পড়ুন।
বোরহানউদ্দিনে ক্লিনিক,ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসীতে অভিযান চালিয়ে ৭৭ হাজার টাকা জরিমানা
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।