প্রকাশিত সংবাদের প্রতিবাদ লিপি পাঠিয়েছে – কোস্ট গার্ড দক্ষিণ জোন ভোলা

Screenshot_20250423_235117_Picsart.jpg

প্রকাশিত সংবাদের প্রতিবাদ লিপি পাঠিয়েছে – কোস্ট গার্ড দক্ষিণ জোন ভোলা

আজ সন্ধ্যায় বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন খেয়াঘাট সড়ক ভোলা সদর, ভোলা থেকে অনলাইন বার্তা বাহকে প্রকাশিত সংবাদের প্রতিবাদ লিপি পাঠিয়েছেন। হুবহু তুলে ধরা হলো।

কার্যালয়
ভারপ্রাপ্ত কর্মকর্তা (গোয়েন্দা)
বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন
খেয়াঘাট সড়ক ভোলা সদর, ভোলা।

মোবাইলঃ 01769-443050
ই-মেইলঃ cgibhola@gmail.com
১০ বৈশাখ ১৪৩১ 44.08.0918,400.79.001.25.26
জনাব,

১।প্রতিবাদ লিপি প্রেরণ প্রসঙ্গে
প্রকাশিত সংবাদ।
২৩ এপ্রিল ২০২৫

গত ১৬ এপ্রিল ২০২৫ তারিখ “ভোলার কোস্ট গার্ড ও মৎস্য অফিসের চাঁদাবাজির নয়া কৌশল! ধরাশায়ী মৎস্যজীবীরা” এবং গত ২০ এপ্রিল ২০২৫ তারিখ “কোস্ট গার্ড লালমোহনে ৯টি অবৈধ ট্রলিং বোট জব্দ!! অপরাধী অফিসারদের বিচার চাই” শিরোনামে প্রকাশিত সংবাদ দুটি বাংলাদেশ কোস্ট গার্ডের দৃষ্টিগোচর হয়েছে।

আপনার অনলাইন পত্রিকায় প্রকাশিত সংবাদ দুটি মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। প্রকাশিত সংবাদ সাধারণ জনগণকে বিভ্রান্ত করেছে যা কোনা ভাবেই কাম্য নয়।

শিরোনামে প্রকাশিত সংবাদে কোস্ট গার্ডের বিরুদ্ধে আনিত অভিযোগ আপত্তিকর।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে বাংলাদেশ কোস্ট গার্ডের বিরুদ্ধে এহেন নেতিবাচক সংবাদ প্রকাশের পূর্বে উক্ত তথ্য সমূহের যথাযথ সত্যতা যাচাইয়ের প্রয়োজনীয়তা ছিল মর্মে প্রতীয়মান।

২। প্রকাশিত সংবাদ সম্পর্কিত কোস্ট গার্ডের বক্তব্য।

বাংলাদেশের মৎস্য সম্পদ বৃদ্ধির অন্যতম প্রধান অন্তরায় হচ্ছে অগভীর সমুদ্রে ট্রলিং বোট দিয়ে মাছ না ধরা। সামুদ্রিক মৎস্য নীতিমালা আইন অনুযায়ী ৪০ মিটার গভীরতার কম পানিতে ট্রলিং বোট দিয়ে মাছ ধরা নিষেধ।

এসব নৌযানে নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ শিকার করায় মারা পড়ছে সব প্রজাতির মাছের পোনা এবং ধ্বংস হচ্ছে মাছের আবাসস্থল।

এছাড়াও সামুদ্রিক মৎস্য বিধিমালা অনুযায়ী বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য প্রতি বছর ১৫ এপ্রিল হতে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন সকল প্রকার মৎস্য নৌযানকর্তৃক যে কোনো প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশের মৎস্য সম্পদ রক্ষায় গত ০৬ এপ্রিল ২০২৫ তারিখ ১৩০০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি অস্থায়ী আউটপোস্ট লালমোহন কর্তৃক দৈনন্দিন টহলকালীন সময় ভোলা জেলার লালমোহন উপজেলাধীন গজারিয়ার খালগরা এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় ০২টি অবৈধ ট্রলিং বোট জব্দ করা হয়।

পরবর্তীতে বিভিন্ন মাধ্যম ও গোয়েন্দা তথ্য তথ্য যাচাই করত গত ১৫ এপ্রিল ২০২৫ তারিখ ভোলা জেলার লালমোহন থানায় একটি জিডি (জিডি – ৭৬০ তারিখ ১৫ এপ্রিল ২০২৫ সংযুক্ত) করা হয়।

এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত গোপন সংবাদের ভিত্তিতে, গত ১৯ এপ্রিল ২০২৫ তারিখ শনিবার দুপুর ৩ টা হতে আজ রবিবার দুপুর ১২ টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড বেইস ভোলা এবং আউটপোস্ট লালমোহন কর্তৃক ভোলার লালমোহন উপজেলাধীন গজারিয়ার খালের মাথা সংলগ্ন তেতুলিয়া নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা বৈধ কাগজপত্র এবং লাইফ সেভিং ইকুইপমেন্ট না থাকায় ০৯ টি আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়।

জব্দকৃত ট্রলিং বোটসমূহ মৎস্য বিভাগ, ভোলার নিকট হস্তান্তর করতঃ মেরিন কোর্টে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

৩। মন্তব্য।

বাংলাদেশ কোস্ট গার্ড প্রতিষ্ঠালগ্ন হতে একনিষ্ঠ ও নিবেদিতপ্রাণ হিসেবে পরিগণিত হয়ে আসছে।

আমাদের সুবিশাল সমুদ্র ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব পালনের মাধ্যমে উপলকূলীয় অঞ্চলের আপামর জনসাধারণের আস্থা ও প্রশংসা অর্জন করেছে, যা কোস্ট গার্ডের প্রতিটি সদস্যের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনেরই প্রতিফলন।

কোস্ট গার্ড উপকূলীয় ও তৎসংলগ্ন অঞ্চলে অবৈধ মৎস্য আহরণ, মাদক ও মানব পাচার রোধ, অবৈধ জালের ব্যবহার, বনজ সম্পদ রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করার পাশাপাশি যথাযথ আইনানুগ ব্যবস্থাগ্রহণ করে থাকে বিধায় একটি স্থানীয় কুচক্রী প্রভাবশালী মহল ও অসাধু স্থানীয় একটি দুস্কৃতকারী মহল কোস্ট গার্ডের বিভিন্ন অভিযান বন্ধ করা এবং কোস্ট গার্ডের সুনাম ক্ষুণ্ণ করার অপপ্রয়াস চালাচ্ছে।

কোস্ট গার্ডের প্রতিটি অভিযান যথেষ্ট স্বচ্ছতা বজায় রেখে এবং আইন মেনে পরিচালনা করা হয়।

অতএব উপরোক্ত প্রতিবেদনে কোস্ট গার্ড সদস্যদের সম্পর্কে যে নেতিবাচক তথ্য উপস্থাপিত হয়েছে তা মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন যা অত্যন্ত আপত্তিকর।

এ ধরনের নেতিবাচক সংবাদ প্রচার করায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।

81 সাধারণ জনমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে বাংলাদেশ কোস্ট গার্ড সম্পর্কে যে বিরূপ ধারণা সৃষ্টি হয়েছে তা দূরীকরণে প্রতিবাদলিপিটি আপনার অনলাইন পত্রিকার যথাযথ গুরুত্বের সাথে প্রকাশের জন্য অনরোধ করছি।

এইচ এম এম হারুন-অর-রশীদ
লেঃ কমান্ডার বিএন
মিডিয়া কর্মকর্তা

প্রতিঃ
প্রকাশক ও সম্পাদক
ওয়ার্ল্ড নিউজ ৩৬০ (অনলাইন)

অবগতিঃ
সভাপতি, প্রেস ক্লাব, ভোলা, বরিশাল।

আরও সংবাদ পড়ুন।

কোস্ট গার্ড লালমোহনে ৯টি অবৈধ ট্রলিং বোট জব্দ !! অপরাধী অফিসারদের বিচার চাই

আরও সংবাদ পড়ুন।

ভোলার কোষ্টগার্ড ও মৎস্য অফিসের চাঁদাবাজির নয়া কৌশল! ধরাশায়ী মৎস্যজীবিরা

আরও সংবাদ পড়ুন।

আরও সংবাদ পড়ুন।

রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান নৌবাহিনীর নতুন প্রধান হলেন

আরও সংবাদ পড়ুন।

আশরাফুল হক চৌধুরী কোস্ট গার্ডের নতুন মহাপরিচালক

আরও সংবাদ পড়ুন।

পদক পাচ্ছেন ৪০ কোস্টগার্ড সদস্য

আরও সংবাদ পড়ুন।

নৌপথে চোরাচালান প্রতিরোধে কোস্টগার্ডকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

আরও সংবাদ পড়ুন।

তেতুলিয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার-বাল্কহেডসহ ৩৭ জনকে আটক

আরও সংবাদ পড়ুন।

তেতুলিয়া নদী হতে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে পঞ্চাশ হাজার জরিমানা; মির্জাকালুতে ভেকু মেশিন

আরও সংবাদ পড়ুন।

ঘুষ ও চাঁদাবাজি বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

আরও সংবাদ পড়ুন।

৪লক্ষ টাকার জালে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে কোস্ট গার্ড

আরও সংবাদ পড়ুন।

তেতুলীয়ায় কোস্ট গার্ডের অভিযানে ড্রেজার মেশিন আটক ৫ লক্ষ টাকা জরিমানা

আরও সংবাদ পড়ুন।

জাতিসংঘ শান্তিরক্ষা মেডেল পেলেন বাংলাদেশ নৌবাহিনীর ১১০ সদস্য

আরও সংবাদ পড়ুন।

সশস্ত্র বাহিনীর সদস্যকে গ্রেফতার করলে জানাতে হবে কর্তৃপক্ষকে

আরও সংবাদ পড়ুন।

ভোলায় ১৬ হাজার কেজি জাটকা জব্দ

আরও সংবাদ পড়ুন।

ভোলার যাত্রীবাহী লঞ্চ ফারহান – ৯ এ থেকে ৮৫ মণ মাছ জব্দ – কোস্টগার্ড দক্ষিণ জোন

আরও সংবাদ পড়ুন।

ভোলায় ৫২০ মণ ইলিশের জাটকা আটক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top