আজ সোমবার (৭ এপ্রিল ২০২৫) বোরহানউদ্দিনে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সাগর চৌধুরীঃ বিশ্বব্যাপী মজলুম ফিলিস্তিনি গাজাবাসীদের আহ্বানকৃত হরতালের প্রতি একাত্মতা প্রকাশ করে বোরহানউদ্দিনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৭ এপ্রিল ২০২৫) সকালে বোরহানউদ্দিন উপজেলা সদরে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সারাদেশের মত দ্বীপ জেলা ভোলায় এবং বোরহানউদ্দিন উপজেলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হামলা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ, মানববন্ধন ও ধর্মঘট করেছেন শিক্ষার্থী, রাজনৈতিক দলগুলোর নেতাকর্মী ও সাধারণ মানুষ।
বোরহানউদ্দিনে কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন।
ইসরায়েলের ভয়াবহ হত্যাযজ্ঞ ও যুদ্ধাপরাধের প্রতিবাদেই আজকের এই বিশ্বব্যাপী কর্মসূচির ডাক দেওয়া হয়েছে বলে জানান বোরহানউদ্দিন উপজেলার আয়োজকরা।
বোরহানউদ্দিন উপজেলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হামলা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ বোরহানউদ্দিনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মাওলানা মুহিব্বুল্লাহ পীর সাহেব বাটামারা, মাওলানা আহমদ উল্যাহ আনছারী অধ্যক্ষ বোরহানউদ্দিন কামিল মাদরাসা, মাওলানা এ,এইচ,এম অলি উল্যাহ উপাধ্যক্ষ বোরহান উদ্দিন কামিল মাদরাসা, মাওলানা মাকসুদুর রহমান আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী বোরহান উদ্দিন উপজেলা,মাওলানা মিজানুর রহমান ইমাম বোরহানউদ্দিন বাজার বড় মসজিদ, মাওলানা জালাল উদ্দিন ইমাম বোরহানউদ্দিন মডেল মসজিদ, মাওলানা শফি উল্যাহ নায়েবে আমির বোরহানউদ্দিন উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামি, মাওলানা হাবিবুর রহমান জাজিরি মুহাদ্দিস বোরহানউদ্দিন কামিল মাদরাসা।