ভোলা সদর হাসপাতালে ব্যবসায়ীর মৃত্যু: চিকিৎসকের উপর হামলা

Picsart_25-04-11_22-18-27-327.jpg

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

ভোলা সদর হাসপাতালে ব্যবসায়ীর মৃত্যু: চিকিৎসককের উপর হামলা

জেলা প্রতিনিধিঃ আজ শুক্রবার (১১ এপ্রিল ২০২৫) ভোলা সদর হাসপাতালের ইমাজেন্সি রুমে চিকিৎসকের অবহেলায় চিকিৎসার অভাবে মাকসুদুর রহমান নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বলে এমন অভিযোগ করেছেন মৃত মাকসুদুর রহমানের স্বজনরা।

এ ঘটনায় মৃত রোগীর স্বজন ও সাধারন মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হলে এক পর্যায়ে ইমারজেন্সিতে থাকা মেডিকেল অফিসার নাইমুল হাসনাত নাইম এর উপর হামলা করে বিক্ষুব্ধ জনতা।

মৃত মাকসুদুর রহমানের স্বজন ও বিক্ষুব্ধ জনতার হাত থেকে রক্ষা করতে পুলিশ ভ্যানে করে ওই চিকিৎসককে ঘটনা স্থল থেকে সড়িয়ে নেয় পুলিশ। বিকেলে এ ঘটনা ঘটে।

মৃত রোগীর স্বজনরা জানান,রোগীর অন্য এক স্বজন জানান,আমরা যখন রোগীকে নিয়ে আসি তখন চিকিৎসক রোগীকে না দেখেই নামাজ পড়তে যান, নামাজ পরে ব্যক্তিগত চেম্বারে রোগী দেখে হাসপাতালের পিছনের সড়কে দাড়িয়ে ধুমপান করেন। পরে রোগীর অবস্থা খারাপ দেখে ইমারজেন্সিতে থাকা রাকিব নামে এক ব্রাদার রোগীকে অক্সিজেন মাস্ক পড়ান এবং রোগীর প্রেসার মাপেন।রোগীর অবস্থার আরো অবনতি হলে এক পর্যায়ে ডিউটিরত ব্রাদার কর্তব্যরত চিকিৎসক কে হাসপাতালের বাহিরে থেকে ডেকে নিয়ে আসেন। ডাক্তার এসে প্রাথমিক অবস্থায় ইনজেকশন দিয়ে পালস চেক করে কিছু না বলে চলে যান।

তারা আরো জানান, আমরা রোগীকে জীবিত অবস্থায় নিয়ে এসেছি। কিন্তু এখানকার ডাক্তার কাগজে লিখলো রোগী হাসপাতালে আনার আগেই মারা গেছেন।আর চিকিৎসকের দেরীতে আসা ও অবহেলার কারনেই এর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন।পাশাপাশি তারা চিকিৎসকের বিরুদ্ধে মামলা করবেন বলেও জানান।

এ বিষয়ে ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাহাদাৎ মোঃ হাচনাইন পারভেজ জানান, দুপুরে একজন রোগী এসে জরুরী বিভাগে চিকিৎসা নিতে আসলে কর্মরত ডাক্তার নাইমুল হাসান রোগী দেখতে বিলম্ব করায় রোগীর মৃত্যু ঘটে। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে আসলে পরিবেশ উত্তেজিত হয়ে উঠে, এক পর্যায়ে ডাক্তারকে মারধরের চেষ্টা করলে খবর পেয়ে ভোলা থানা থেকে একটি মোবাইল টিম ঘটনাস্থলে পাঠানো হয়।

তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসলে আমি নিজে আরও পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে ডাক্তারকে উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে আসি।

তবে, অনেক চেষ্টা করেও এই ঘটনা সম্পর্কে মেডিকেল অফিসার নাইমুল হাসনাত নাইম এর বক্তব্য জানা নি।
কেন তার উপর হামলা হলো? রোগীর স্বজনদের অভিযোগ কতটুকু সত্য সেই সব বিষয়েও প্রশ্ন থেকেই যায়।

অপরদিকে, ভোলা জেলার সিভিল সার্জন ও সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক কেউ তাদের অফিসিয়াল বক্তব্য জানান নি।

আরও সংবাদ পড়ুন।

আরও সংবাদ পড়ুন।

বোরহানউদ্দিন হাসপাতালে ডাক্তার ও দালালদের রমরমা বানিজ্য; উচ্চস্বরে সাউন্ড অতিষ্ঠ রোগীরা

আরও সংবাদ পড়ুন।

বোরহানউদ্দিনে জরায়ু ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা প্রয়োগের পর অসুস্থ ৬৫ জন ছাত্রী

আরও সংবাদ পড়ুন।

আরও সংবাদ পড়ুন।

বিএমডিসি নম্বর উল্লেখ করতে হবে চিকিৎসকদের নামের সঙ্গে

আরও সংবাদ পড়ুন।

সরকার ৫,৪৯৩ জন চিকিৎসক নিয়োগ দেবে

আরও সংবাদ পড়ুন।

২৯ সিভিল সার্জনকে ওএসডি

আরও সংবাদ পড়ুন।

সিভিল সার্জনসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা

আরও সংবাদ পড়ুন।

বদলি বাণিজ্যে চিকিৎসক নেতারা! সাড়ে ৩ হাজার চেয়ার বদল; আওয়ামী লীগপন্থি দোসরদের পূর্নবাসন

আরও সংবাদ পড়ুন।

মেডিকেল ও ডেন্টালে সংরক্ষিত আসনে ভর্তিতে ৪ মন্ত্রণালয়কে দায়িত্ব দিল সরকার

আরও সংবাদ পড়ুন।

বিদেশে গিয়ে ৪০ জনের বেশি চিকিৎসক ফেরেননি: স্বাস্থ্য উপদেষ্টা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top