সিভিল সার্জনসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা

Picsart_23-12-27_19-49-49-045.jpg

পিরোজপুরে সিভিল সার্জনসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা

অপরাধ প্রতিবেদকঃ বরিশাল বিভাগের পিরোজপুরের সিভিল সার্জন ও তিন চিকিৎসকসহ নয় জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সংস্থাটির পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. শরীফ শেখ বাদী হয়ে বৃহস্পতিবার মামলাটি দায়ের করেন। তবে শনিবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে দুদক।  

মামলায় অভিযুক্তরা হলেন, পিরোজপুরের সিভিল সার্জন ও পিরোজপুর জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মিজানুর রহমান, হাসপাতালটির সিনিয়র কনসালটেন্ট (গাইনী) ডা. ফারহানা রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডা. নিজাম উদ্দিন, জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. সুরঞ্জিত কুমার সাহা, হাসপাতালটির স্টোর কিপার আল আমীন গাজী, সাউথ বাংলা কর্পোরেশনের প্রোপ্রাইটর এস এম সামসুল আরেফিন, উইন্ড্র বিডি এর প্রোপ্রাইটর মো. হানিফুল ইসলাম, আনহা মেডিকের টেকনোলজির প্রোপ্রাইটর মো. জহিরুল ইসলাম এবং মেডি স্কয়ার এর স্বত্ত্বাধিকারী মো. রাশেদুজ্জামান ওরফে এরশাদ।
 
অভিযুক্তদের মধ্যে ডা. ফারহানা হাসপাতালটির ঔষধ ও সার্জিক্যাল পণ্য ক্রয় সংক্রান্ত কমিটির সভাপতি, ডা. নিজাম উদ্দিন সদস্য সচিব এবং ডা. সুরঞ্জিত সদস্য ছিলেন।  

মামলা সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ অর্থ বছরে প্রায় দুই কোটি টাকা মূল্যের ঔষধ ও এমএসআর পণ্য ক্রয়ের জন্য চারটি সরবরাহ প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয় এবং পণ্যগুলো গত বছরের ২৮ এপ্রিলের মধ্যে সরবরাহ করার কথা ছিল। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো হাসপাতালে পণ্যগুলো সরবরাহ না করলেও, সার্ভে কমিটি কাগজে সেগুলো পেয়েছে উল্লেখ করে। এমনকি শুধুমাত্র কাগজে সেগুলো স্টোর রুমে সংরক্ষণ দেখানো হয় এবং স্টোর কিপার আল আমীন সেগুলো বুঝে নিয়ে স্বাক্ষরও করেন।

পাশাপাশি হাসপাতালটির তত্ত্বাবধায়কের দায়িত্বে থাকা ডা. মিজানুর রহমান চারটি প্রতিষ্ঠানের বিপরীতে এক কোটি ৭৮ লক্ষ ২৫ হাজার ৩৭ টাকা পরিশোধ করেন।  

এসব অভিযোগের ভিত্তিতে গত ২৭ জানুয়ারি দুদক হাসপাতালে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে এর সত্যতা পায়। এরপর গত ২ ফেব্রুয়ারি হাসপাতাল কর্তৃপক্ষ ঘাটতি থাকা ঔষধগুলো হাসপাতালের স্টোর রুমে ঢোকানোর সময় দুদক সেগুলো জব্দ করে।

আরও সংবাদ পড়ুন।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়োগ জালিয়াতি – নিয়োগ কমিটির সভাপতি ও সাবেক পরিচালকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

আরও সংবাদ পড়ুন।

বদলি বাণিজ্যে চিকিৎসক নেতারা! সাড়ে ৩ হাজার চেয়ার বদল; আওয়ামী লীগপন্থি দোসরদের পূর্নবাসন

আরও সংবাদ পড়ুন।

বঙ্গবন্ধু সুপার স্পেশালাইজড হাসপাতালে জনবল নিয়োগ সহ দূর্নীতি ও অনিয়ম – দুদকের অভিযান

আরও সংবাদ পড়ুন।

নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

আরও সংবাদ পড়ুন।

রাজধানী থেকে উপজেলায় স্বাস্থ্য বিভাগে দুর্নীতি – দেখবে কে?

আরও সংবাদ পড়ুন।

মেডিক্যালের প্রশ্ন ফাঁসে জড়িত আরো পাঁচ ডাক্তার গ্রেপ্তার

আরও সংবাদ পড়ুন।

জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটে অনিয়ম ও ঘুষ বানিজ্য – দুদকের অভিযান

আরও সংবাদ পড়ুন।

মেডিক্যালের প্রশ্ন ফাঁসের অভিযোগে ডা. ইউনুস খান তারিম আটক

আরও সংবাদ পড়ুন।

বিএমডিসি নম্বর উল্লেখ করতে হবে চিকিৎসকদের নামের সঙ্গে

আরও সংবাদ পড়ুন।

স্বাস্থ্য খাতে শীর্ষ থেকে নিচ পর্যন্ত দুর্নীতি – হাইকোর্ট

আরও সংবাদ পড়ুন।

স্বাস্থ্যের কেনাকাটায় দুর্নীতির মহাউৎসব; অতিরিক্ত অর্থ আদায়ে সুপারিশ

আরও সংবাদ পড়ুন।

২৩৯ কোটি নয়ছয় বিএসএমএমইউতে

আরও সংবাদ পড়ুন।

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা ও ঠিকাদারের বিরুদ্ধে – দুদকের অভিযান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top