সার্কেল ২ কর অঞ্চল ১২ প্রধান সহকারী রুবেল দর্জি’র অনিয়ম ও দূর্নীতি
অপরাধ প্রতিবেদকঃ সার্কেল ২ কর অঞ্চল ১২ প্রধান সহকারী রুবেল দর্জি’র অনিয়ম ও দূর্নীতির নানা রকম অভিযোগ রয়েছে।
তার বাড়ি কাপাসিয়া, গাজিপুর। বাবা কাপাসিয়া ইউনিয়ন থেকে ইউপি নির্বাচন করেছিল। নির্বাচন করে হেরে যায় তার পিতা।
সার্কেল ২ কর অঞ্চল ১২ প্রধান সহকারী রুবেল দর্জি এসোসিয়েশন-এর সাধারন সম্পাদক। আবার একজন এডভোকেট ও। এই পরিচয় ছাড়াও তিনি সিনিয়র কর্মকর্তাদের আস্থাভাজন হওয়ায় ক্ষমতার দাপটে নিজস্ব বলয় তৈরী করেছেন।
দীর্ঘদিন এখানে চাকরির সুবাদে একটা শক্তিশালী সিন্ডিকেট তৈরি করে ফেলেছেন। যে সিন্ডিকেটের বাইরে কেউ কোন কথা বলতে পারেন না। নিয়োগ বানিজ্য, বদলি, কেনাকাটা থেকে শুরু করে সবই নিয়ন্ত্রণ করেন।
কর অঞ্চল ১২ ই নয় এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হওয়ায় পুরো এনবিআর এ গুরুত্ত্বপূর্ণ বিষয়গুলো নিয়ন্ত্রিত হয় তার নখদর্পে।
ভুয়া বিল-ভাউচার/অতিরিক্ত বিল পাশের মাধ্যমে বিপুল পরিমান সরকারী অর্থ আত্মসাৎ করার অভিযোগ আছে তার বিরুদ্ধে। যা বিগত দিন পাশ হয়ে বিল উত্তোলন করে নিজেই তুলে নিয়েছেন অর্থ।
গ্রাহকের/প্রতিষ্ঠানের ট্যাক্স/কর কিভাবে কমানো যায়, এর উপায় বাতলে দিয়ে গ্রাহকদের কাছ থেকে মোটা অংকের অর্থ/ ঘুষ নিয়েছেন।
কমিশনারের খুব কাছের লোক হওয়ায় বেশীরভাগ ফাইল তার হাত হয়ে কমিশনারেে হাতে পৌঁছায়, এই সুযোগকে কাজে লাগিয়ে তিনি বিপুল পরিমান অর্থসম্পদের মালিক হয়েছেন। অভিযোগ রয়েছে; তিনি জমি ব্যবসার ভাগ নিয়েছেন।
দুটি দামি গাড়ি ব্যবহার করেন- যা একজন কমিশনারও করতে পারেন না।
বিষয়টি নিয়ে একাধিক সার্কেলের নাজির/প্রধান সহকারীরাই আলোচনা-সমালোচনা করেন।
রুবেলের চলাফেরা জীবন যাপন অনেকটাই রাজকীয় স্টাইলের। দামী গাড়িতে চলাফেরা, দামী হোটেলে পদচারণা, স্পর্শ কাতর বিষয়গুলো যে কারো নজর কারার মত।
তার বাবা কাপাসিয়া ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলেন (যদিও তিনি হেরে যান) কিন্তু ওই নির্বাচনে রুবেল বিপুল পরিমান অর্থ ব্যয় করেন বলেও জনশ্রুতি আছে তার নিজ এলাকায়।
চাকরি শেষে তার বাবার স্বপ্ন পূরনে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন! এমন চিন্তা চেতনায় এখন থেকেই স্থানীয় লোকজনের সাথে গণসংযোগ করেছেন-তিনি নিজেই এসব কথা বলেন।
অভিযোগের বিষয়ে সার্কেল ২ কর অঞ্চল ১২ প্রধান সহকারী রুবেল দর্জি মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, কমিশনার স্যার অসুস্থ। আমি হাসপাতালে আছি।
আরও সংবাদ পড়ুন।
কাস্টমস কমিশনার এনামুল ৮ বছরে ৬ কোটি ৪৩ লাখ টাকার সম্পত্তি কিনেছেন
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
এনবিআর ১ম সচিব (কর) কাজী আবু মাহমুদ ফয়সালের সম্পদ ক্রোকের নির্দেশ; হাজার কোটি টাকা পাচার
আরও সংবাদ পড়ুন।
রাজধানীতে ফ্ল্যাট ও বাড়ির মালিকদের তালিকা হয়েছে, শিগগির বিশেষ অভিযান
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
পোশাক রপ্তানির আড়ালে ১০ রপ্তানিকারক প্রতিষ্ঠানের ৩০০ কোটি টাকা বিদেশে পাচার
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
সরকারি চাকুরীজীবিদের আয়কর রিটার্ন বাধ্যতামূলক; রিটার্ন জমা না দিলে বেতন বন্ধ
আরও সংবাদ পড়ুন।
বন্ড লাইসেন্সে রাজস্ব ফাঁকি – ফাঁসলেন ১০ কাস্টমস কর্মকর্তা সহ ১৩ জন
আরও সংবাদ পড়ুন।
১০ লাখ টাকা ঘুষ নেয়ার অপরাধে উপ-কর কমিশনার মহিবুল ইসলামকে আটক করেছে দুদক