দুই মাস সময় বেড়েছে আয়কর রিটার্ন জমার ব্যক্তিশ্রেণির
বিশেষ প্রতিবেদকঃ আজ বুধবার (২৯ নভেম্বর ২০২৩) এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এনবিআর জানায়, ২০২৪ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন ব্যক্তিশ্রেণির করদাতারা। অন্যদিকে কোম্পানি করদাতাদের জন্য রিটার্ন জমার সময় বাড়িয়ে ২০২৪ সালের ২৮ ফেব্রুয়ারি করা হয়েছে।
চলতি ২০২৩-২৪ অর্থবছরে দেশে ৪০ লাখ রিটার্ন জমার লক্ষ্য নির্ধারণ করেছে এনবিআর। নিয়ম অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার রিটার্ন জমা দেওয়ার শেষ দিন ছিল। তবে এখন পর্যন্ত লক্ষ্যমাত্রার অর্ধেক রিটার্নও জমা পড়েনি। ফলে রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এনবিআর।
ব্যক্তিশ্রেণির করদাতাদের বার্ষিক আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রিটার্ন জমা দেওয়া যাবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত।
ফলে ব্যক্তিশ্রেণির করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন দাখিলের সময় বেড়েছে আরও দুই মাস।
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
জুলাই থেকে সেপ্টেম্বর মাসে রাজস্ব আদায় ৭৬ হাজার ৭৫১ কোটি টাকা
আরও সংবাদ পড়ুন।
পোশাক রপ্তানির আড়ালে ১০ রপ্তানিকারক প্রতিষ্ঠানের ৩০০ কোটি টাকা বিদেশে পাচার