জুলাই থেকে সেপ্টেম্বর মাসে রাজস্ব আদায় ৭৬ হাজার ৭৫১ কোটি টাকা

Picsart_23-05-18_11-58-37-785.jpg

জুলাই থেকে সেপ্টেম্বর মাসে রাজস্ব আদায় ৭৬ হাজার ৭৫১ কোটি টাকা

বিশেষ প্রতিবেদকঃ এই অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর এ তিন মাসে রাজস্ব আদায় হয়েছে ৭৬ হাজার ৭৫১ কোটি ৩০ লাখ টাকা। যা আগের বছরের একই সময়ের চেয়ে ১৪ দশমিক ৩৪ শতাংশ বেশি, লক্ষ্যমাত্রার চেয়ে ৮ হাজার ১৯৫ কোটি ৬৩ লাখ টাকা কম।

এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সূত্র অনুযায়ী, চলতি ২০২৩-২০২৪ অর্থবছর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা রয়েছে ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা।

আর প্রথম তিন মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৮৪ হাজার ৯৪৬ কোটি ৯৩ লাখ টাকা। যার বিপরীতে আদায় হয়েছে ৭৬ হাজার ৭৫১ কোটি ৩০ লাখ টাকা।

তথ্য বলছে, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে শুল্ক খাতে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল ২৬ হাজার ৬৪২ কোটি টাকা। এ সময়ে শুল্ক আদায় হয়েছে ২৪ হাজার ১২৭ কোটি ৯০ লাখ টাকা।

আরও সংবাদ পড়ুন।

দ্বিগুণ হচ্ছে ভ্যাট কর্মকর্তাদের ক্ষমতা

তিন মাসে ভ্যাট আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৩১ হাজার ১৩৬ কোটি ৯৩ লাখ টাকা, ভ্যাট আদায় হয়েছে ২৮ হাজার ৯৮২ কোটি ২৫ লাখ টাকা। অর্থাৎ ভ্যাট আদায়ে রাজস্ব ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ১৫৪ দশমিক ৬৮ কোটি টাকা।  
অন্যদিকে অর্থবছরের প্রথম তিন মাসে আয়কর বিভাগের রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল ২৭ হাজার ১৬৮ কোটি টাকা। ওই সময়ে আয়কর আদায় হয়েছে ২৩ হাজার ৬৪১ কোটি ১৫ লাখ টাকা।

আর প্রবৃদ্ধির বিবেচনায় গত বছরের একই সময়ে ভ্যাটের প্রবৃদ্ধি হয়েছে ১৮ দশমিক শূন্য ৭ শতাংশ, আয়করে ১৭ দশমিক ৪৭ শতাংশ আর শুল্কে প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ৪৫ শতাংশ। যদিও শুল্ক খাতে রাজস্ব প্রবৃদ্ধি ভালো না হলেও লক্ষ্যমাত্রার ৯০ শতাংশেরও বেশি আদায় হয়েছে।

আরও সংবাদ পড়ুন।

এনবিআর চেয়ারম্যান নিজেকে কি সম্রাট ভাবেন – হাইকোর্ট

আরও সংবাদ পড়ুন।

কালো টাকা সাদা করেছেন ৬৯৩৭ জন – এনবিআর

আরও সংবাদ পড়ুন।

ভ্যাট প্রদান সহজীকরণে কাজ করে যাচ্ছে এনবিআর – আবু হেনা মো. রহমাতুল মুনিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top