তেতুলিয়া নদীতে দু’টি ড্রেজার মেশিন আটক; ২ লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা

Picsart_24-11-11_08-32-39-297.jpg

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

তেতুলিয়া নদীতে দু’টি ড্রেজার মেশিন আটক; ২ লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা

বোরহানউদ্দিন প্রতিনিধি এইচ.এম.এরশাদ: ভোলার বোরহানউদ্দিন উপজেলার তেতুলিয়া নদীর হাঁসের চর এলাকায় ড্রেজার মেশিনে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় দু’টি লোর্ড ড্রেজার মেশিন আটক করেছে ভ্রাম্যমান আদালত। এমবি ইফাজ ইয়াসিন ও মেরাজ এন্টার প্রাইজ নামক দুটি লোর্ড ড্রেজার মেশিন আটক করা হয়। রবিবার দুপুরে
বোরহানউদ্দিন সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে তেতুলীয়া নদীতে অভিযানে দু’টি লোর্ড ড্রেজার মেশিন আটকের পর মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হয়।

আটককৃত এমবি ইফাজ ইয়াসিন লোর্ড ড্রেজার মেশিনের মালিক কাচিয়া ইউনিয়নের মোখলেছুর রহমানের ছেলে মফিজকে ১ লাখ টাকা জরিমানা ও মেরাজ এন্টার প্রাইজ লোর্ড ড্রেজার মেশিনের মালিক পৌর ১ নং ওয়ার্ডের জিল্লুর রহমানের ছেলে ফাইজুল ইসলামকে ১ লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।

মির্জাকালু নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ ও বোরহানউদ্দিন থানা পুলিশসহ সাংবাদিকগন অভিযানে উপস্থিত ছিলেন।
এদিকে গত বুধবার দুপুরেও অভিযান চালিয়ে বালু উত্তোলনের দায়ে মফিজ নামক যুবককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

যদিও থেমে নেই তাদের বালু উত্তোলন। তেতুলিয়া নদীর হাসের চর এলাকায় অবৈধ ড্রেজার মেশিনে বালু উত্তোলন
করায় নদী ভাঙ্গন দেখা দিয়েছে। কৃষকের প্রায় ৫০ একর জমি নদীর গর্ভে বিলীন হয়েছে। ফের নদী ভাঙ্গন আতংকে রয়েছে স্থানীয় কৃষকরা। তবে অবৈধ ড্রেজার মেশিনে বালু উত্তোলন প্রতিরোধে উপজেলা প্রশাসনের অভিযান চলমান রয়েছে। গত বুধবার ও রবিবার দু’টি অভিযান চালিয়ে মোট ৩ লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।

এতে কৃষকদের মুখে প্রশংসায় পঞ্চমুখ বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান উজ্জামান ও সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান।

এদিকে বোরহানউদ্দিন উপজেলায় তেতুলিয়া নদীতে বালু উত্তোলন প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌ পুলিশকে নিয়মিত টহল অভিযান পরিচালনা করার জন্য দাবী করেছেন চরে চাষাবাদ করা হাজারো কৃষক। সচেতন মহল জানান, বোরহানউদ্দিন উপজেলার তেতুলিয়া নদীতে জেগেওঠা হাজারো একর কৃষি জমি সরকারের কাছ থেকে বন্দবস্ত নিয়ে চাষাবাদ করছে কৃষকরা। চরে রয়েছে শত-শত মহিষ খামারিরা। প্রায়ই ডাকাত আতংক, চোর আতংক ও ভূমিদস্যুসহ অবৈধ ড্রেজার মেশিনে বলু উত্তোলন আতংকে রয়েছে স্থানীয় কৃষক ও মহিষ খামারিরা। বোরহানউদ্দিন উপজেলার তেতুলিয়া নদীতে বালু উত্তোলনসহ সকল অপরাধ প্রতিরোধে নিয়মিত কোস্ট গার্ড ও নৌ পুলিশ টহলের দাবী জানান তারা।

আরও সংবাদ পড়ুন।

তেতুলিয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন; অভিযানে এসি ল্যান্ড

আরও সংবাদ পড়ুন।

তেতুলিয়া নদীতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এক লক্ষ টাকা জরিমানা

আরও সংবাদ পড়ুন।

আশ্রয়ন প্রকল্পের ঘর বিক্রির অভিযোগে যুবদল নেতা বহিষ্কার ও চৌকিদারকে শোকজ

আরও সংবাদ পড়ুন।

তেতুলিয়ায় নদীতে পুলিশ উপর হামলা; ২টি নৌকা জব্দ ও একজনকে আটক

আরও সংবাদ পড়ুন।

বোরহানগঞ্জ বাজারে অবৈধভাবে পলিথিন মজুদ ও বিক্রী করার অপরাধে ২৫ হাজার টাকা জরিমানা

আরও সংবাদ পড়ুন।

বোরহানউদ্দিনে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন করার অপরাধে ছয় হাজার টাকা জরিমানা

আরও সংবাদ পড়ুন।

বোরহানউদ্দিনে অবৈধভাবে বালু উত্তোলন! প্রভাবশালীরা মানছে না এসি ল্যান্ড ও uno এর নির্দেশ

আরও সংবাদ পড়ুন।

বোরহানউদ্দিনে জমজমাট অবৈধ বালুর ব্যবসা; প্রশাসন নিরব

আরও সংবাদ পড়ুন।

বোরহানগঞ্জ বাজারে “মেসার্স আখি স্টোর”কে বিশ হাজার টাকা জরিমানা

আরও সংবাদ পড়ুন।

বোরহানউদ্দিনে জরায়ু ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা প্রয়োগের পর অসুস্থ ৬৫ জন ছাত্রী

আরও সংবাদ পড়ুন।

ভোলায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল পায়নি ৫৪ হাজার দরিদ্র পরিবার; অনিয়ম ও দূর্নীতির অভিযোগ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top