জলে ভেজা প্রাণ – শাহানা সিরাজী

Picsart_24-04-27_22-03-48-452.jpg

জলে ভেজা প্রাণ

জলে ভেজা প্রাণ চায় সূর্যের আহবান
পুরোনো ক্ষতগুলোর বাড়ে অভিমান!
মেঘের আড়ালে ঢাকা আলোর অভিযান
জানি শেষ হবে সব হাসবে পাহাড় সমান।

পুরোনো ক্ষতগুলোর বাড়ে অভিমান
চোখভেজা অশ্রু ঝরাপাতায় ম্রিয়মান
শালিকের ঠোঁটে ভালোবাসার উপাখ্যান
বৈরিবাতাসে তুমি খোলা আসমান।

মেঘের আড়ালে ঢাকা আলোর অভিযান
শীতলতায় লুকায় মুখ সেই তো ব্যথার দান
আমাদের বিগলিত পহর উন্মুখ দিতে বিসর্জন
বৃষ্টি ছুঁয়ে ছুঁয়ে মেঘ যায় মিশে বিহবল তবু মন।

জানি শেষ হবে সব হাসবে পাহাড় সমান
তিতাসের এই পাড়ে জাগি চঞ্চল দিনমান!

শাহানা সিরাজী
কবি,প্রাবন্ধিক ও কথা সাহিত্যিক।
১৪.০৬.২০২৪

আরও লেখা পড়ুন।

শূয়র – শাহানা সিরাজী

আরও লেখা পড়ুন।

অচল ঢাকা – শাহানা সিরাজী

আরও লেখা পড়ুন।

অশিক্ষা -কুশিক্ষা থেকে নিজেকে মুক্ত রাখুন – শাহানা সিরাজী

আরও লেখা পড়ুন।

ভিক্ষুক – শাহানা সিরাজী

আরও লেখা পড়ুন।

বাংলাদেশ – শাহানা সিরাজী

আরও লেখা পড়ুন।

রমজান একটা গাঁজাখোর – শাহানা সিরাজী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top