শূয়র – শাহানা সিরাজী

Picsart_24-04-27_22-03-48-452.jpg

শূয়র

শূয়র একটা প্রাণীর নাম
মানুষের সমাজে ‘ শূয়র’ একটা গালির নাম!

শূয়র থাকে ময়লা আবর্জনায়
শূয়র গোসল করে না
শূয়রের গায়ের গন্ধ অসহ্য!
শূয়র বাজে খাবার খায়
শূয়রের গায়ে তেল বেশী

এ সব কিন্তু শূয়রের জন্য ন্যাচারাল
প্রকৃতিতে সে এভাবেই থাকবে

শূয়র নিরীহ প্রাণী। কারো হক মারে না, কোন প্রাণীও হত্যা করে না। অথচ তারই নামটা ব্যবহৃত হয় গালি হিসেবে!

মানুষ নিজেই ঘোষণা দিয়েছে, সে আশরাফুল মাখলুকাত!
মানুষ চুরি -ডাকাতি-হত্যা -খুন -ধর্ষণ -লুন্ঠন-লোপাট- মিথ্যা কথা,চোগলখুরী- দুর্নীতি — এতোসব খারাপের পরও মানুষ শূয়রের মতো নিরীহ প্রাণীর নাম গালি হিসেবে উচ্চারণ করে!

একদিন দেখি দুটো শূয়র খুব কাড়াকাড়ি করছে- পরাজিত শূয়র জেতা শূয়রকে গালি দিল, শালা! মানুষ কোথাকার!

শাহানা সিরাজী
কবি, প্রাবন্ধিক ও কথা সাহিত্যিক।

আরও পড়ুন।

অচল ঢাকা – শাহানা সিরাজী

আরও পড়ুন।

পৃথিবী জেগে থাকো – শাহানা সিরাজী

আরও পড়ুন।

অশিক্ষা -কুশিক্ষা থেকে নিজেকে মুক্ত রাখুন – শাহানা সিরাজী

আরও পড়ুন।

ভিক্ষুক – শাহানা সিরাজী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top