সরকারের নিষিদ্ধ (গলদা ও বাগদা চিংড়ি’র) রেনু পোনা আহরণ দন্ডনীয় অপরাধ! বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়ন, টবগী, পক্ষিয়া,বড়মানিকা সহ বিভিন্ন ইউনিয়নেই সরকার নিষিদ্ধ গলদা ও বাগদা চিংড়ি আহরণ করছে অবৈধ জেলেরা। নিরব স্থানীয় প্রশাসন।
সাগর চৌধুরীঃ বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন ইউনিয়নের তীর সংলগ্ন মেঘনা নদী থেকে অবৈধ ভাবে সরকার নিষিদ্ধ গলদা ও বাগদা চিংড়ি মাছের আহরণ করছে অবৈধ জেলেরা। এতে মেঘনা নদীর জীব-বৈচিত্র ও মৎস্য সম্পদের ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে ফলাফল এই অঞ্চলে নানা প্রজাতির মৎস্য সম্পদ অচিরেই বিলুপ্ত হবে।
বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়ন, টবগী, পক্ষিয়া,বড়মানিকা সহ বিভিন্ন ইউনিয়নেই সরকার নিষিদ্ধ গলদা ও বাগদা চিংড়ি আহরণ করছে অবৈধ জেলেরা।
গতকাল বৃহস্পতিবার ও আজ শুক্রবার বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন ইউনিয়নের মাছ ঘাট ও জেলে পাড়ায় ঘুরে একই চিত্র দেখা যায়।
প্রতিবছরের ন্যায় এবারও সরকার নিষিদ্ধ গলদা ও বাগদা চিংড়ি আহরণ ও বিক্রি দন্ডনীয় অপরাধ হলেও প্রশাসনের নাকের ডগায় বসে অবৈধ ভাবে এই ব্যবসা পরিচালনা করেছেন।
বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নৌপুলিশ কারোই যেন কোন ভূমিকা নেই। দায়িত্ব ছেড়ে তারা ভাগাভাগিতে ব্যস্থ, অভিযোগ স্থানীয় সচেতন মহলের।
স্থানীয় সচেতন মহল অভিযোগ করে আরও বলেন, গলদা ও বাগদা চিংড়ি আহরণ করতে গিয়ে হাজার হাজার প্রজাতির প্রাণী ও মৎস্য রেনু ধ্বংস করা হচ্ছে কিন্তু বোরহানউদ্দিনের স্থানীয় প্রশাসন নিরব।
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
বোরহানউদ্দিনের তেতুলিয়া নদীতে অবৈধ কারেন্ট জাল জব্দ; পুড়িয়ে ধ্বংস
আরও সংবাদ পড়ুন।
বোরহানউদ্দিনে মা ইলিশ শিকার করায় দুইজনের ছয় হাজার টাকা জরিমানা
আরও সংবাদ পড়ুন।
বোরহানউদ্দিনে “ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পে” মতবিনিময় সভা অনুষ্ঠিত
আরও সংবাদ পড়ুন।