ভোলা জেলায় ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। একই সময় তেতুলিয়া নদীর মাছ আহরন, ক্রয়-বিক্রয়, মজুত ও পরিবহনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।
‘মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী মৎস্য অধিদপ্তর এ নিষেধাজ্ঞা জারি করেছে। এ উপলক্ষে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে ভোলা জেলা টাস্কফোর্স কমিটি জাটকা সংরক্ষণ ও ইলিশসহ সব ধরণের মাছ আহরণ নিষেধাজ্ঞা কার্যক্রম বাস্তবায়নের বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়ন করছে।
জেলা প্রতিনিধিঃ আজ সোমবার (৪মার্চ ২০২৪) ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার তেতুলিয়া নদীতে এক অভিযান পরিচালনা করা হয়।
আজকের অভিযানে তেতুলিয়া নদী থেকে ১ হাজার মিটার অবৈধ ও নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয় এবং
নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
ট্রলার যোগে আজকের তেতুলিয়া নদীতে অভিযান পরিচালনা করেন, বরিশাল বিভাগীয় উপ-পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস।
আজকের অভিযানে উপস্থিত ছিলেন, ভোলা জেলার মৎস্য কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, বোরহানউদ্দিন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা সহ বোরহানউদ্দিন থানার এ এস আই ইয়ার হোসেন ও তার সঙ্গীয় পুলিশ সদস্যরা।
আরও সংবাদ পড়ুন।
বোরহানউদ্দিনে মা ইলিশ শিকার করায় দুইজনের ছয় হাজার টাকা জরিমানা
আরও সংবাদ পড়ুন।
বোরহানউদ্দিনে “ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পে” মতবিনিময় সভা অনুষ্ঠিত
আরও সংবাদ পড়ুন।