মাতৃভূমি হার্ট কেয়ারে’র নেই সরকারী অনুমোদন – নজর কাড়া বিজ্ঞাপ‌নের ফাঁদে সর্বস্ব হারাচ্ছে হৃদরোগীরা

Picsart_23-11-27_15-03-35-707.jpg

মাতৃভূমি হার্ট কেয়ারে’র নেই সরকারী অনুমোদন – নজর কাড়া বিজ্ঞাপ‌নের ফাঁদে সর্বস্ব হারাচ্ছে হৃদরোগীরা। চি‌কিৎসা বিজ্ঞা‌নে এ ধর‌নের প্রাকৃ‌তিক বাইপা‌সের কোন ভি‌ত্তি নাই। এছাড়া মাতৃভু‌মি হার্ট কেয়া‌রের নেই কোন সরকা‌রি অনু‌মোদন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ম নী‌তির তোয়াক্কা না ক‌রে প্রশাস‌নের না‌কের ডগায় ভি‌ত্তিহীন চি‌কিৎসার না‌মে অসুস্থ রোগীদের কাছ থে‌কে হা‌তি‌য়ে নেয়া হ‌চ্ছে লাখ লাখ টাকা।

অপরাধ প্রতিবেদকঃ রাজধানীর নয়া পল্ট‌নে কালভার্ট রোডে অব‌স্থিত রুপায়ন তাজ এর (৬ তলায়) মাতৃভূমি হার্ট কেয়ার না‌মে এক‌টি প্রাই‌ভেট হার্ট কেয়ার সেন্টার গ‌ড়ে উ‌ঠে‌ছে। বছরের পর বছর তারা সাধারণ হৃদরোগীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছেন, লাখ লাখ টাকা।

মাতৃভূমি হার্ট কেয়ারে হা‌র্টে রিং পড়া‌নো কিংবা বাইপাস সার্জা‌রি ছা‌ড়া প্রাকৃ‌তিক বাইপা‌সের মাধ‌্যমে হা‌র্টের চি‌কিৎসা করা হয়। সেবার নামে করছেন প্রতারনা।

রাজধানীতে রিকশার পেছ‌নে সাইন‌বোর্ড থে‌কে শুরু ক‌রে বড় বড় বিল‌বো‌র্ডে এমন নজরকাড়া বিজ্ঞাপ‌নে সয়লাব হ‌য়ে আ‌ছে। ‌চিকিৎসার না‌মে ভুক্ত‌ভোগী রোগীদের কাছ থে‌কে আদায় করছে লাখ লাখ টাকা।

চি‌কিৎসক‌দের সা‌থে আলাপ করে জানা যায়, চি‌কিৎসা বিজ্ঞা‌নে এ ধর‌নের প্রাকৃ‌তিক বাইপা‌সের কোন ভি‌ত্তি নাই। এছাড়া মাতৃভু‌মি হার্ট কেয়া‌রের নেই কোন সরকা‌রি অনু‌মোদন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ম নী‌তির তোয়াক্কা না ক‌রে প্রশাস‌নের না‌কের ডগায় ভি‌ত্তিহীন চি‌কিৎসার না‌মে অসুস্থ রোগীদের কাছ থে‌কে হা‌তি‌য়ে নেয়া হ‌চ্ছে লাখ লাখ টাকা।


রাজধানীতে রিকশার পেছ‌নে সাইন‌বোর্ড থে‌কে শুরু ক‌রে বড় বড় বিল‌বো‌র্ডে এমন নজরকাড়া বিজ্ঞাপ‌নে সয়লাব হ‌য়ে আ‌ছে। ‌চিকিৎসার না‌মে ভুক্ত‌ভোগী রোগীদের কাছ থে‌কে আদায় করছে লাখ লাখ টাকা।

এই বিষ‌য়ে মাতৃভূ‌মি গ্রু‌পের ব্যবস্থাপনা প‌রিচালক, মাইনু‌দ্দিন মিয়ার সাথে যোগা‌যোগ করা হ‌লে, তি‌নি ফোন রি‌সিভ ক‌রেন‌নি।

আরও সংবাদ পড়ুন।

ঢাকা মেডিকেল কলেজে রোগীদের সেবা প্রদানে হয়রানি; সরকারি টাকা আত্মসাৎ – দুদকের অভিযান

আরও সংবাদ পড়ুন।

জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটে অনিয়ম ও ঘুষ বানিজ্য – দুদকের অভিযান

আরও সংবাদ পড়ুন।

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ক্যাশিয়ার আব্দুছ ছাত্তার মিয়া আটক ও দুদকের মামলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top