বোরহানউদ্দিনে হিজড়াদের কষ্টের জীবন” ঘর নেই তাদের

বোরহানউদ্দিনে হিজড়াদের কষ্টের জীবন” ঘর নেই তাদের

বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলার পুরাতন খেওয়া ঘাট সংলগ্ন ভাড়া বাসায় হিজরাদের কষ্টের জিবন কাটছে। তাদের নিজেস্ব কোন ঘর নেই। হিজরা হওয়ায় বাবা মায়ের কাছ থেকে আলাদা করে দেয় তাদের। কয়েক জন মিলেই ভাড়া বাসায় বসবাস করছেন। মানুষের কাছ থেকে হাত পেতে চলতে হয় তাদের। কষ্ট হলেও কাউকে বলেন না তারা।

তবে মুজিববর্ষের একটি ঘর পেলে ভালোভাবে দিন কাটত তাদের। ঘরটি পেলে হতো মাথা গোজার ঠাই। তাদের মধ্যে একজন থাকেন গুরু মা। আর গুরু মা সকলকে আগলে রাখেন। গুরু মায়ের কথা ছারা কোথায়ও যান না তারা। তাদের গুরু মা হলেন বোরহানউদ্দিন পুরাতন খেওয়া ঘাটের রুবি আক্তার। তাদের গুরুমা একটি ঘর পেলে সবাই বসবাস করতে পারবেন বলে জানান তৃতীয় লিঙ্গের শিলা, সাথি সহ কয়েকজন। সমাজে তৃতীয় লিঙ্গ হওয়ায় কোথায়ও ঠাই মেলেনা তাদের।

প্রায় ২০ বছর বোরহানউদ্দিন উপজেলায় তাদের বসবাস। এখনো পায়নি তারা সরকারি কোন স্থায়ী ভাতা।

তবে প্রশাসন নজর দিলে খোজ খবর নিলে হয়ত একটি ঘর ও ভাতা পেতেন তারা এমনটি জানিয়েছে তৃতীয় লিঙ্গের কয়েক জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top