চরফ্যাশনে নিজাম উদ্দিন এর ভূয়া কাগজপত্র দিয়ে অধ্যক্ষ পদ দখল – বেতন ভাতা আত্মসাৎ

Picsart_22-02-19_15-40-10-154.jpg

চরফ্যাশনে নিজাম উদ্দিন এর ভূয়া কাগজপত্র দিয়ে অধ্যক্ষ পদ দখল – বেতন ভাতা আত্মসাৎ

উপজেলা প্রতিনিধিঃ ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চরমাদ্রাজ সিনিয়র মাদ্রাসার অবৈধ অধ্যক্ষ নিয়োগ বিষয়ে অভিযোগ তদন্ত সংক্রান্তের জন্য অভিযোগ কারি আবেদন করেছেন।

মোঃ নিজাম উদ্দিন, অধ্যক্ষ, চরমাদ্রাজ সিনিয়র মাদ্রাসা, চরফ্যাশন, ভোলা এর বিরুদ্ধে শিক্ষাগত যোগ্যতা না থাকা সত্ত্বেও জাল সনদ ও ইনডেক্স এর মাধ্যমে ভুয়া অধ্যক্ষ নিয়োগ দেখিয়ে সরকারি বেতন ভাতা আত্মসাৎ করে আসছেন মর্মে একটি অভিযোগ মোঃ আবদুল্যাহ কর্তৃক মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে দাখিল করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, কৃষি শিক্ষক পদের যোগ্যতা না থাকলেও আপনি জাল কাগজ সৃজন করে লুৎফুন্নেছা মহিলা আলিম মাদ্রাসা, চরফ্যাশন, ভোলা’র কৃষি শিক্ষক পদে এমপিওভুক্ত হউন যার ইনডেক্স নং-2019241। উক্ত ইনডেক্স ব্যবহার করে আপনি চরমাল্লাজ ফাজিল সিনিয়র মাদ্রাসায় আরবি প্রভাষক পদে মোটা অংকের উৎকোচের বিনিময়ে নিয়োগ নেন এবং এনপিওশীটে পদবি AGT পরিবর্তে LEC স্থাপন করেন।

অতঃপর আপনি গোপনে গভর্নিং বডি, ডিজির প্রতিনিধি এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধির সদস্যের স্বাক্ষর জাল করে অধ্যক্ষ পদে নিয়োগ নেন।

অত্র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ২৮/০২/২০১৭ তারিখে অবসরে গেলেও অধ্যক্ষ পদে ২৫/১৬/২০১৬ তারিখে যোগদান করেন তিনি।

আরও সংবাদ পড়ুন।

চরফ্যাশন উপজেলা কৃষি কর্মকর্তার বিরুদ্ধে কৃষকের অর্থ আত্মসাৎ করার অভিযোগ

আরও সংবাদ পড়ুন।

জেলা অনলাইন প্রেসক্লাবের সদস্যদের সাথে চরফ্যাশন উপজেলা প্রশাসনের মতবিনিময়।

আরও সংবাদ পড়ুন।

চরফ্যাশনে প্রভাষক আনোয়ার হোসেন পরিক্ষার্থিনীকে পিটিয়ে রক্তক্ত জখমকরেন! আহত ছাত্রী হাসপাতালে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top