চরফ্যাশনে প্রভাষক আনোয়ার হোসেন পরিক্ষার্থিনীকে পিটিয়ে রক্তক্ত জখমকরেন! আহত ছাত্রী হাসপাতালে
চরফ্যাশন প্রতিনিধিঃ আজ বৃহস্পতিবার পরিক্ষা হলে পেপার জমা দেওয়ার সময় চেয়ারম্যান বাজার অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের প্রভাষক আনোয়ার ৮ মাসের অন্তস্বত্বা পরিক্ষার্থিনীকে স্কেল দিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করার অপরাধে সাময়িক বহিস্কার করেছেন হল পরিদর্শক প্রভাষক আনোয়ার হোসেনকে।
কলেজের অধ্যক্ষ শাহাবুদ্দিনজানান, পরিক্ষা শেষে ঐ অসুস্থতা জনিত কারনে অপর এক পরিক্ষার্থিনীকে পেপার জমা দেওয়ার জন্য দেন।
ঐ পরিক্ষার্থিনী জোরে পেপার টান দেওয়ায় তাকে অসুস্থ পরিক্ষার্থিনী রাগ করেন। হল পরিদর্শক আনোয়ার মনে করেছেন তাকে রাগ দেখিয়েছেন। এতে ক্ষিপ্ত হয়ে তিনি ৮ মাসের অর্ন্তস্বত্বা পরিক্ষার্থিনীকে স্কেল দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেন।
খবর পেয়ে আমরা পরিক্ষার্থিনী কে চিকিৎসার জন্য দ্রুত চরফ্যাশন উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে প্রেরণ করি ।
এ বিষয়ে হল পরিদর্শক প্রভাষক আনোয়ার হোসেনের বিরুদ্ধে, সভাপতির নির্দেশক্রমে সাময়িক বহিস্কার করা হয়েছে।
আহত পরিক্ষার্থিনীর মামা জানান, চরফ্যাশন হাসপাতালে পরিক্ষার্থিনীকে ভর্তি করা হয়েছে।
তবে, স্থানীয় পরিক্ষার্থীরা জানান, সাময়িক বরখাস্ত কোন শান্তি নয়। আমরা অনুরোধ করবো, যথাযথ কর্তৃপক্ষ আইনগত পদক্ষেপ নিয়ে তার শাস্তি নিশ্চিত করুক।
আরও সংবাদ পড়ুন।
চরফ্যাশনে অগ্নিকান্ডে ৬ টি দোকান পুড়ে ছাই; ক্ষয়ক্ষতি কোটি টাকা
আরও সংবাদ পড়ুন।
ভোলার চরফ্যাশনে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় সহ দুদকের আট অভিযান।
আরও সংবাদ পড়ুন।
চরফ্যাশনে ৭৫টি নিষিদ্ধ বেহুন্দি জাল ধ্বংস করেছে – উপজেলা মৎস্য বিভাগ