চরফ্যাশনে অগ্নিকান্ডে ৬ টি দোকান পুড়ে ছাই; ক্ষয়ক্ষতি কোটি টাকা
উপজেলা প্রতিনিধিঃ ভোলার চরফ্যাশনের হাজারীগন্জ ইউনিয়নের চেয়ারম্যান বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ৫ টি দোকান পুড়েযায় এবং ১টি দোকান অংশিক পুড়ে যায়।
এতে প্রায় ১ কোটি ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের।
আজ বুধবার (১৫ ফেব্রুয়ারি২০২৩) ভোর রাত ৪টার দিকে চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার হাজারিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বাজারে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও স্থানীয়রা বলেন, প্রতিদিনের মত গতকাল রাতেও তারা দোকান বন্ধ করে বাড়ি চলে গেছেন। ভোর প্রায় ৫ টার দিকে তারা স্থানীয়দের কাছে আগ্নিকান্ডের খবর পেয়ে ছুঁটে আসেন।
স্থানীয়দের সহযোগীতায় ফায়ার সার্ভিস ও থানার পুলিশকে খবর দেন। ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে তাদের ৫ টি দোকান মালামালসহ পুরোপুরি পুড়ে যায়। ১টি দোকান অংশিক পুড়ে গেছে। এতে প্রায় ১ কোটি ৫০ লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থদের।
শশীভূষণ থানার এসআই মোঃ জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে আগুন পুরো নিয়ন্ত্রণে আছে।
এদিকে স্হানীয় চেয়ারম্যান সেলিম হাওলাদার ক্ষতিগ্রস্হ ব্যবসায়ীদের খোঁজ খবর নিয়ে নিয়েছেন।
আরও সংবাদ পড়ুন।
মেঘনায় বালুদস্যুদের হাতে উঠছে বালু;নদী ভাঙনের ঝুঁকিতে চরফ্যাশন
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
চরফ্যাশনে ইট ভাটায় পুড়ছে কাঠ; হুমকিতে জনস্বাস্থ্য পরিবেশ ও জীববৈচিত্র্য