১৪ কোটি টাকা জিতে রাতারাতি কোটিপতি অটোচালক

লটারিতে ১৪ কোটি টাকা জিতে রাতারাতি কোটিপতি অটোচালক

আন্তজার্তিক প্রতিবেদকঃ অটোরিকশা চালক থেকে রাতারাতি কোটিপতি। লটারিতে এক রাতেই এমনই ভাগ্য বদলে গেলো ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার অটোরিকশা চালক জয়পালান পি আর।

জানা যায়, লটারিতে ১২ কোটি রুপি জিতেছেন জয়পালান পি আর। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৪ কোটি টাকা।

১০ দিন আগে লটারির টিকিটটি কেটেছিলেন জয়পালান। গত সোমবার (২০ সেপ্টেম্বর) ওই লটারির ফল প্রকাশিত হয়। সেই ফল থেকে এই অটোচালক জানতে পারেন, তিনিই প্রথম পুরস্কারটি জিতেছেন। আর সেই পুরস্কারের আর্থিক মূল্য ১৪ কোটি টাকা।

লটারি জেতা প্রসঙ্গে বার্তাসংস্থা পিটিআই’কে এই কোটিপতি অটোচালক জানান, ‘লটারির নম্বর ছিলো টিই৬৪৫৪৬৫। সংখ্যাটি দেখে আমার ভাল লেগেছিলো বলেই ওই টিকিটটি কেটেছিলাম। এ ব্যাপারে কারও পরামর্শ নিইনি আমি।’

লটারি জিতে কোটিপতি হওয়া জয়পালান ছিলেন খুবই দরিদ্র। তিনি নিজেই তার পরিবারের দেখাশোনা করেন। তার মা লক্ষ্মী বাইয়ের বয়স ৯৫ বছর। এছাড়া সংসারে তার স্ত্রী ও দুই পুত্র সন্তানও রয়েছে। জয়পালানের স্ত্রী মনি স্থানীয় ছোত্তানিকারা হোমিও হাসপাতালে সুইপারের কাজ করেন। আর দুই ছেলের একজন বৈদ্যুতিক মিস্ত্রি ও অন্যজন হোমিও ডাক্তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top