হে মহামহিম হে প্রতিপালক – শাহানা সিরাজী

Picsart_22-11-11_04-36-11-035.jpg

হে মহামহিম হে প্রতিপালক
তোমার কাছেই যাবো ফিরে
তোমার আদেশ বহন করি নতশিরে

জারি-সারি ( সুরা ত্বীন)

যে নগরীতে ফলে ডুমুর বেশি
সে নগরী ইব্রাহিমের বুঝি
জয়তুন ফলে যে নগরীতে বেশি
সে নগরীতে হাজার পয়গম্বর- নবী
তুর পাহাড়ে বললো কথা মুসার সাথে আল্লাহ
মক্কা নগরী পবিত্র অতি মহানবীর বাড়ি

তাই তো আল্লাহ শপথ করেন
ত্বিন- জয়তুন-তুর- মক্কার
ঘোষণা করেন মানুষ হলো সুন্দর সবার
আল্লাহপাকের সকল গুণ রয়েছে এই মানুষে
রূপে-গুণে সৌর্যে-বীর্যে মানুষ সৃষ্টির সেরা

আবার যখন আসে জরা
ঝুলে পড়ে দেহের সরা
কোষে কোষে ওঠে জমে
ক্লান্তি আর স্বভাবঘোড়া!

তাদের তুমি রাখবে সুখে অনাদী আর অনন্ত রূপে
করেছে যারা পালন আদেশ যা দিয়েছো তুমি
মৃত্যুই বলে শেষ বিচারে সঠিক বিচার করবে তুমি
তাই তো আবার রেখেছো প্রশ্ন, নয় কী তুমি শ্রেষ্ঠ বিচারক।
সাক্ষ্য দিচ্ছি , ওগো আল্লাহ তুমিই প্রভু তুমিই শ্রেষ্ঠ বিচারক

জারি( সুরা আলাকের ছায়ায়)

হে অদ্বিতীয়, হে মহামহিম,
হে প্রতাপাদিত্য ,
অসীম তোমার শক্তি
ক্রোধ তোমার পরাজিত হয় ক্ষমার কাছে জানি…
মানুষ যখন হারায় হুঁশ তুমি পাঠাও সাংবাদিক।
তেমনি ধারায়, মরুর দেশে, এলো –
বিশ্বসেরা জার্নালিস্ট। হেরা গুহায় সিজদারত, মহান আল্লাহর পরম বন্ধু মহান দার্শনিক মুহাম্মাদ….

বলতে বলে, পড়ো পড়ো,
ও মানব, সৃষ্টি তোমার রক্ত হতে তাও কী জানো না, পড়ো সবে কলম হাতে
লিখতে থাকো, ছিলে কোথায়, জানতে না কিছুই, কে শেখালো, বলো?

বুকের ভেতর ভয়ের জোয়ার, আমার একী হলো! ও খাদিজা, দাও ঢেকে ,
কাঁপছি অবিরত।
আমার একী হলো…

দীনের মানবী, প্রথম বিশ্বাসী, খাদিজা বুদ্ধিমতী, নিয়ে গেলো ঈসায়ী গুরু ওয়ারাকার কাছে।
ওয়ারাকা দেখেই কাঁদেন, হায়! বয়স আমার শেষ। পাই যদি সময় থাকবো পাশেই, তোমায় যখন কষ্ট দেবে সবাই….
বিস্মিত মুহাম্মাদ, জানতে চাইলো, কষ্ট কেন দেবে? তাড়াবে কেন আমায়?
ওয়ারাকা কাঁদে, কেঁদেই বলেন, বার্তাবাহক, মুসা- ঈসা,কষ্ট দেয়নি কাকে? তুমি সেই বার্তাবাহক, তুমি সেই কঠিন সাংবাদিক এই মরুর দেশে শোন। ঈসায়ী বই তাই তো বলে , তাই তো আমি জানি।
ও খাদিজা, আগলে রাখো নতুন দীনের বাহক
তোমার কাছে পায় যেন শান্তি তুমিই তার ধারক।
খাদিজা তখন বাড়ালো হাত, মাথায় দিলো আঁচল
থাকো থাকো থাকো মুহাম্মদ করবো তোমায় কাজল।

সবাই যখন দূর দূর করলো, দিল বাঁধা তাঁর পথে
সিজদারত দেখেই তাঁকে উদ্যত হলো মারতে
কাবা গৃহে ঢুকতে মানা, একেশ্বরে ভাবতে মানা

আল্লাহ তখন হুঙ্কার ছাড়ে, সীমা লঙ্ঘন তারাই করে, আছে যাদের ভুরি ভুরি, অভাব কিছুই নাই…

বলো, বলো,বলো মুহাম্মাদ, সবই আমি দেখি,
ফিরতে হবেই তারে,
তাদের ডাকো, ডাকো, ডাকো,
মুখ ফিরিয়ে যে নেয়, পাপের মাঝে আছে ডুবে উদ্যত কণ্ঠ যে,
তাদের হবে কঠিন শাস্তি ডাকবো যখন পুলিশ
পুলিশ এসে ধরবে তাদের করবে কঠিন পলিশ
যারা তোমায় দিচ্ছে বাঁধা দেখেনি বুঝি তারা
কেমন করে দিয়েছে বাঁধা আগুনের শিখা আর ডানাওয়ালা।
ভয় পেও না সিজদা করো,
তোমার প্রভুর কাছে আসো
যে তোমাকে দিয়েছে জ্ঞান, দিয়েছে হাতে কলম
স্মৃতি যাবে জিহবা যাবে রয়ে যাবে সেই কলম।
অনন্তকাল , লিখে যাবে তোমার প্রভুর নাম।
ও মুহাম্মাদ ভয় পেয়ো না
সিজদা করো, সিজদা করো প্রভুর নামে
ও খাদিজা বলো বলো আমার একী হলো
সত্যবাদী, মানবদরদী তুমি দীনের নবী
এই তো আমি পাশেই আছি তুমিই বিশ্বাসী…

ও মুহাম্মাদ সিজদা করো
ভয় পেও না মোটেই
নৈকট্য চাও তোমার প্রভুর
তিনি আছেন পাশেই..

শাহানা সিরাজী
ইন্সট্রাক্টর সাধারণ পিটিআই মুন্সিগঞ্জ।
কবি,প্রাবন্ধিক ও কথা সাহিত্যিক।

আরও পড়ুন।

বিদায় চৈত্র; শুভ হোক বৈশাখী – শাহানা সিরাজী

আরও পড়ুন।

হামদ – শাহানা সিরাজী

আরও পড়ুন।

জুয়াড়ি ভাবনা – শাহানা সিরাজী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top