হামদ – শাহানা সিরাজী

Picsart_23-04-04_01-09-50-562.jpg

হামদ – শাহানা সিরাজী

সুরা লাহাব

আবু লাহাব একটি অভিশপ্ত নাম
তোমরা ঝামটা দিও না
তোমরা কষ্ট দিও না
আবু লাহাব যা করেছে
প্রিয় নবী হযরত মুহম্মদ
কষ্ট পেয়ে শেষে
দুহাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করেছে।

আল্লাহ তখন ভালোবেসে
অনেক আশার বাণী দিয়ে সান্ত্বনা দিয়েছে
আবু লাহাব ধবংস হবে পার পাবে না কিছুতে
যতো আছে ধন সম্পদ কী হবে সে সব দিয়ে
অভিশাপ মাথায় নিয়ে লাহাব বেঁচে রয়েছে
প্রিয় নবী হযরত মুহাম্মদ কষ্ট পেয়ে শেষে
দুহাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করেছে।

সে তো পার পাবে না
তোমরা কষ্ট দিও না
তোমরা নিন্দা করো না
আবু লাহাব ধবংস হবে কিছুই রবে না
প্রিয়তমা স্ত্রী তার করতো প্ররোচনা
আল্লাহ তখন হুঁশিয়ারি দিয়ে দিলো ঘোষণা
খেজুরপাতার রশি গলায় বেঁচে রয়েছে
প্রিয় নবী হযরত মুহাম্মদ কষ্ট পেয়ে শেষে
দুহাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করেছে।

সুরা নছর

আসবে যখন মহান বিজয়
বিজয়ের গান গেয়ে
আল্লাহ তখন তোমার পাশে
থাকবে সহায় হয়ে
ভুল করো না ভুল গেয়ো না
ক্ষমা তুমি করো

আসবে সবে দলে দলে
একই সুরে গেয়ে
এক পতাকা এক জমিনে
সিজদা সবে দেবে
দুহাত তুলে করো প্রার্থনা
ক্ষমা করো সবে।

মহান আল্লাহ তোমার পাশে
ভুলে যেও না
চাইলে তিনি বদলে দিতে
পারেন সুখের না
সিজদা করো হও নত
ক্ষমা করো সবে
নিরাশ তুমি হইও না গো
আল্লাহ আছে পাশে….

কাফিরুন

ইয়া মুহাম্মদ ধৈর্য ধরো ধৈর্য ধরো গো
তাদের তুমি বুঝিয়ে বলো কর্ম করো ভালো।
যার কাছে তোমরা নত হও আমি হই না তার কাছে
যার কাছে আমি নত হই প্রেমে তোমরা হও না
তার কাছে
বুঝিয়ে বলো ধৈর্য ধরো অপেক্ষা করো আরো
যার প্রেমে মগ্ন আমি তোমরা তার প্রেমে নও
তোমরা মগ্ন যার প্রেমে আমি তো নই তার

উপহাস আর করো না তোমরা, ওহে কাফেরুন
তোমাদের ধর্ম তোমাদের কর্ম তোমাদের কর্মফল
আমার ধর্ম আমার কর্ম আমার কর্মফল
দুটো হলো ভিন্ন ভিন্ন এক করো না কখনো।

যে যার পথে যাও চলে যাও ফিরে চেও না
যার যার কর্ম তার তার ফল ভুলে যেও না….

সুরা কাওসার

নদীর নাম সই কাওসার
জলের নহর নয় গো দুধের নহর শোনো
সূপেয় পানীয় মেটাতে তৃষ্ণা
আসবে ছুটে দ্রুত বেগে সেতো মধুর নহর

হে মুহাম্মদ, কষ্ট পেয়ো না
মন্দ লোকের মন্দ কথা শুনতে যেও না
একদিন তারা বংশহারা হবে মনে রেখো
আলোর পথে চলতে চলতে আঁধার যাবে মিশে
সে দিন তোমার এ কাফেলার হবে বিশাল বহর
….

সুরা মাউন?️

হে নামাজী নামাজ পড়ো আল্লাহকে ভালোবেসে
হে নামাজী নামাজ পড়ো বিচারদিনকে ভালোবেসে
আল্লাহর দিদার আসবে কাছে পাবে বেহেশতের সুর

শুধু নামাজ শুধু রোজায় পাবে না আল্লাহর দেখা
শুধু যাকাত শুধু হজ্বে পাবে না আল্লাহর দেখা
আল্লাহকে যদি চাও গো পেতে বিচার দিনকে মানো
বিচার দিনকে মানলে তুমি অসহায়ের পাশে থাকো।
আল্লাহর আদেশ পেয়ে পুড়েছে ওই পাহাড় যে তুর

হে নামাজী নামাজ পড়ো নামাজ শেষে মুখ তুলে এতিমকে ডাকো
দুস্থ যারা অসহায় যারা তাদের সাথে আল্লাহর তাড়া
অসহায় যারা রোগী যারা তাদের সাথে আল্লাহর
তাড়া
তাদেরকে যে নেবে টেনে আশ্রয় দেবে বুকে
ফোটাবে হাসি গোলাপবাগান নয়তো বেশি দূর
আল্লাহর দিদার আসবে কাছে পাবে বেহেশতেরই সুর

সুরা কুরাইশ

ও মুহাম্মদ বলো বলো, বলো কুরাইশদের
ভুলে গেলে চলবে না যে তারা ছিলো কাদের
এই আমি যে মহান আল্লাহ রক্ষা করেছি
আবাবিল পাখির ঝাঁকের কথা বলতে বলেছি

কুরাইশদের ভ্রমণ স্বভাব আমি তো তা জানি
রাত্রি দিনে ঘুরে বেড়ায় বিপদ আপদ দূর করেছি
পথের যতো দু:খ ক্লান্তি ভুলিয়ে দিয়েছি
ক্ষুধায় খাবার তৃষ্ণায় জল সবই দিয়েছি

ও মুহাম্মদ তাদের বলো, কোনটা ভুলবে তারা
দ্রুত যেন কিবলা তাদের কাবামুখী হয়
কাবার প্রভুর ইবাদতে মশগুল যেন হয়

ও মুহাম্মদ বলো বলো কাবার দিকে ফিরতে বল….

সুরা ফিল

এই তো সেই কাবা এই তো সেই কাবা
আবরাহার চেয়েছিলো যার ভেঙে দেবে ছাতা
এই তো সেই কাবা এই সেই কাবা

ওগো বন্ধু প্রিয় বন্ধু মোস্তফা হাবিব দুনিয়ার
বলো তাদের বলো কুরাইশদের ওই মক্কার
মুত্তালিব সেদিন কী বলেছিলো ধরে দরজা কাবার?
এই তো সেই কাবা এই তো সেই কাবা
আবরাহার সৈন্য যখন ষাট হাজার শুনেছিলো
কুরাইশপতি দৃঢ় মনে কার কাছে ফানা চেয়েছিলো?

এই তো সেই কাবা এই তো সেই কাবা
আবাবিল পাখিরা বেঁধেছিলো ঝাঁক মেঘ যেন এক বিশাল
ঠোঁটে ছিলো পাথর পায়ে ছিলো পাথর পাখনায় ছিলো বল মিসাইল

ঝাঁকে ঝাঁকে তারা উড়ে এসে ছুঁড়লো পাথর করলো রক্ষা কাবার
ধূলিস্যাৎ হলো যেন মুহূর্তে পালালো কঠিন আবরাহার

এই তো সেই কাবা এই তো সেই কাবা
বলো বন্ধু বলো তাদের ফিরতে কাবা ঘরে
ইবাদত করতে কাবার প্রভুর বক্ষ উজাড় করে।
বলো সবে আল্লাহ মহান আল্লাহই মালিক দুনিয়ার

(এই ঘটনার মাত্র ৫০ দিন পর ৫৭০ সালে মহানবীর জন্ম রবিউল আউয়াল মাসের ১২ তারিখ।)

আরও পড়ুন।

হামদ – শাহানা সিরাজী

আরও পড়ুন।

হামদ – শাহানা সিরাজী

আরও পড়ুন।

যুদ্ধ – শাহানা সিরাজী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top