যুদ্ধ – শাহানা সিরাজী
মুক্তিযুদ্ধ এনেছে মুক্তি স্বাধীন বাংলাদেশ
করোনাযুদ্ধে ফেল্টুস আমরা মৃত্যুর কতো হদিস!
সমাজযুদ্ধ দেখে না কেউ তলে তলে কাঁটা
কাঁটা বিঁধে মরছে মানুষ রাখে না কেউ ডাটা!
মনের যুদ্ধে মন খেয়ে নেয় দেখে না কেউ খোলস
ধর্মযুদ্ধে যারা মরে শহীদ তারা নয়তো তারা অলস!
অফিসযুদ্ধে ঘোড়ার রেস কার আগে কে যাবে
শোষণ -তোষণ একযোগে উপরি কতো পাবে!
চিকিৎসাযুদ্ধে মরিয়া হয়ে চলে ক্লিনিক যতো
তার সাথে ঢোল পিটিয়ে চলে ডাক্তার শতো!
রোগ-রোগীতে কঠিন যুদ্ধ যেন মুক্তিযুদ্ধ
অস্ত্র ছাড়া এমন যুদ্ধে শান্তি- চুক্তি রুদ্ধ!
ক্ষুধাযুদ্ধে ভেজাল খাবার মাঠ ভরা সব শস্য
শ্বাসযুদ্ধে অক্সিজেনের নয়তো অভাব নস্য
ভেজাল পানি ভেজাল নদী ভেজাল সাগরজল
ভেজাল যুদ্ধে জীবন হলো তাম্রলিপির ফল…..
শাহানা সিরাজী
ইন্সট্রাক্টর ( সাধারণ)
কবি,প্রাবন্ধিক ও কথা সাহিত্যিক।