একটি শোক সংবাদ – সাগর চৌধুরী
তোমাদের এই বিরান শহরে,
একদিন মসজিদের মাইকগুলো সব বেজে উঠবে! বলবে; শোক সংবাদ। একটি শোক সংবাদ।
তোমরা ইন্না-লিল্লাহ পড়বে!
বেত ফলের মত সাদা – পাথর চোখ।
বরফের মতো শিতল হাত – পা স্থীর!
কোন সাড়াশব্দ নেই! নিচুপ নিথর দেহ!
আহা! শেষ বারের মত কত জন দেখতে আসবে।
শোক সংবাদ; এলার্ম হবার পর পর
রাষ্ট্রীয় আজ্ঞাবহ দূত এসে নিরাপত্তার দেহাই দিয়ে
কতজনের দৃষ্টি কেড়ে নেবে।
উর্দ্দিপড়া দূত কেড়ে নেবে শেষ দেখার আশাটুকু।
কেউ কেউ চোখের জলে বুক ভাসাবে।
কেউ কেউ শোকে পাথর হবে।
নিরবে অশ্রু বিসর্জন; দুঃখ অবগাহন শেষে
শবযাত্রায় এগিয়ে যাবে; গোরস্তানের দাঁড় রক্ষি বলবে
আপনারা এখানেই দাঁড়ান, ভেতরে প্রবেশ নিষেধ।
আপনারা জানেন তো! জীবিত মানুষের চেয়ে
মৃত মানুষের দেহ অধিক গুরুত্বপূর্ণ।
রাস্তার থেমে যাবে মিছিল। আটকে যাবে কন্ঠস্বর।
প্রচার মাধ্যমে প্রচারিত হবে, গুলিতে নয়। মিত্যু হয়েছে।
কেউ জানবেও না কিভাবে মারা গেছে!
বাতাসে গাছের পাতা নড়বে! গনতন্ত্রের ভোটে সরকার।
কি দারুন। দেশপ্রেম নয়। ক্ষমতায় টিকে থাকাই ব্রত!
আমি আবার জম্মাতে চাই। আবার মিছিলে যেতে চাই।
আবার প্রতিবাদী হতে চাই। আবার! আবার! আবার!
শব যাত্রায় সৃষ্টিকর্তাকে ডাকো; সাড়ি বদ্ধ হয়ে হাটো।
জীবন্ত মানুষগুলো হৃদমৃত; কন্ঠ আছে! প্রতিবাদ নেই।
জীবন আছে; নিশ্বাস নেই। আশা – স্বপ্ন নেই আর নেই।
তোমরা কেউ বেঁচে নেই! কেউ বেঁচে নেই! বেঁচে নেই।