পুলিশ সুপার ড. মো. নাজমুল করিম খানকে বাধ্যতামূলক অবসর

Picsart_22-12-11_08-35-29-199.jpg

পুলিশ সুপার ড. মো. নাজমুল করিম খানকে বাধ্যতামূলক অবসর

বিশেষ প্রতিবেদকঃ এবারে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার ড. মো. নাজমুল করিম খানকে।

সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুর রহমান শেখের ২ এপ্রিল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে অবসরে পাঠানো হয়েছে।

অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ঢাকায় কর্মরত পুলিশ সুপার ড. মো. নাজমুল করিম খানকে সরকারি চাকরি আইন ২০১৮ (২০১৮ সনের ৫৭ নম্বর আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী গত ২২ ফেব্রুয়ারি থেকে সরকারি চাকরি থেকে অবসরে প্রদান করা হয়েছে। এর অনুকূলে ১৮ (আঠারো) মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ লাম্পগ্র্যান্টসহ ২৩ ফেব্রুয়ারি (২০২৩) থেকে ২২ ফেব্রুয়ারি (২০২৪) পর্যন্ত এক বছরের অবসরোত্তর ছুটি (আর.এল) মঞ্জুর করা হলো। বিধি অনুযায়ী তিনি অবসর ও অবসরোত্তর ছুটিকালীন সুবিধাদি প্রাপ্য হবেন।

উল্লেখ্য, এর আগেও বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

আরও সংবাদ পড়ুন।

সিআইডি জনগণের আস্থা ও ভালবাসার প্রতীকে পরিণত হয়েছে – স্বরাষ্ট্রমন্ত্রী

আরও সংবাদ পড়ুন।

সিআইডি’র পুলিশ সুপার মুনির হোসেন’কে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

আরও সংবাদ পড়ুন।

রাজধানীর মোহাম্মদপুরে সিআইডির পরিদর্শকের নেতৃত্বে ডাকাতি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top