কুড়িগ্রামের নাগেশ্বরী সাব-রেজিস্টারের অতিরিক্ত অর্থ আদায় করার অভিযোগে – দুদকের অভিযান
সাগর চৌধুরীঃ দলিল লেখক সমিতি, সাব রেজিস্টার এর কার্যালয়, নাগেশ্বরী, কুড়িগ্রামের বিরুদ্ধে দলিল লেখা বাবদ সরকার নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায় করার অভিযোগের প্রেক্ষিতে দুদক, সজেকা, কুড়িগ্রাম থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়।
প্রথমে টিম ছদ্মবেশে দলিল লেখকদের সাথে কথা বলে অতিরিক্ত অর্থ আদায় করার ব্যাপারে প্রাথমিক সত্যতা পায়।
এ ব্যাপারে টিম সাব রেজিস্ট্রি অফিস, নাগেশ্বরীর অফিস প্রধানের সাথে কথা বললে তিনি সরকার নির্ধারিত টাকার অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়টি এড়িয়ে যান।
টিম উক্ত অফিস হতে কিছু দলিলপত্র ও অন্যান্য রেকর্ডপত্রের কপি সংগ্রহ করেছে।
সেবা ভোগীদের অভিযোগ, দলিল লেখক সমিতি ও সাব রেজিস্ট্রিারের যোগসাজশে অতিরিক্ত অর্থ নেওয়া হয়। সরকার নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায়ের কোন রশিদ দেওয়া হয় না। বরং অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়ে জানতে চাইলে দলিল করা হবে না বলে হুমকি দামকি দেওয়া হয়। যা সরকারের আইনে দন্ডনীয় অপরাধ।
দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ শফিউল্লাহ জানান, এনফোর্সমেন্ট পরিচালনাকারী টিম প্রাপ্ত তথ্যাদি পর্যালোচনা করে এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর দাখিল করবে।
আরও সংবাদ পড়ুন।
সরকারী ট্যাক্স ফাঁকি’র অভিযোগে ভাঙ্গা সাব-রেজিষ্ট্রি অফিসে দুদকের অভিযান
আরও সংবাদ পড়ুন।
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সাব রেজিস্ট্রার হাসানুজ্জামানের ঘুষ দাবী – দুদকের অভিযান
আরও সংবাদ পড়ুন।
পীরগাছা উপজেলার সাব রেজিস্ট্রার ফজলে রাব্বী’র বিরুদ্ধে ঘুষের অভিযোগে – দুদকের অভিযান