নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শহীদুল আলম ঝিনুককে ফুলের শুভেচ্ছা জানায়, বাংলাদেশ এক্সট্রা মোহরার এসোসিয়েশনের সদস্য মাঃ হেমায়েত উদ্দিন,মোঃশাহিন আলম সহ আরও অনেকে।
সাগর চৌধুরীঃ আজ মঙ্গলবার (০৪ অক্টম্বর২০২২) সকালে নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক কার্যালয়ে, রেজিস্ট্রির জন্য গৃহীত দলিল বালাম বহিতে নকল করণের পাশাপাশি জনসাধারণকে সার্টিফাইড কপি প্রদানের জন্য নকল বাবদ ফি (N-ফি) এবং এক্সট্রা মোহরারদের পারিশ্রমিক পুনঃনির্ধারণে জন্য, নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শহীদুল আলম ঝিনুককে ফুলের শুভেচ্ছা জানায়, বাংলাদেশ এক্সট্রা মোহরার এসোসিয়েশনের সদসরা।
নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শহীদুল আলম ঝিনুককে ফুলের শুভেচ্ছা জানায়, বাংলাদেশ এক্সট্রা মোহরার এসোসিয়েশনের সদস্য রিমি ইসলাম মারিয়াম সহ আরও অনেকে।
বাংলাদেশ এক্সট্রা মোহরার এসোসিয়েশনের সভাপতি প্রার্থী মাঃ হেমায়েত উদ্দিন, সংগঠনের সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ শাহিন আলম,ঢাকা জেলার মহিলা সম্পাদিকা রিমি ইসলাম মারিয়াম সহ কেন্দ্রীয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও ঢাকা জেলা শাখার সদস্যরাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,সারাদেশে বাংলাদেশ এক্সট্রা মোহরার এসোসিয়েশনের সদস্যদের সংখ্যা ১৬২৪৫ জন। বাংলাদেশের সকল জেলার সকল উপজেলায় সাব-রেজিস্টার অফিসে এক্সট্রা মোহরাররা কাজ করেন। সবচেয়ে বেশি এক্সট্রা মোহরাররা কাজ করেন, ঢাকা জেলা রেজিস্ট্রার কার্যালয়ে।