১ হাজার টাকার নতুন নোট বাজারে

bangladesh-bank.jpg

১ হাজার টাকার নতুন নোট বাজারে পাওয়া যাবে।

অর্থ প্রতিবেদকঃ বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার সই করা ১০০০ টাকা মূল্যমানের নোট আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি২০২৩) বাজারে আসছে। কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল অফিস থেকে এই নোট ইস্যু করা হবে।

গতকাল বুধবার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদারের সই করা এক হাজার টাকা মূল্যমানের ব্যাংক নোট বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকেও এ নোট ইস্যু করা হবে।

নতুন মুদ্রিত নোটের রঙ, আকৃতি, ডিজাইন ও সব নিরাপত্তা বৈশিষ্ট্য আগের মতোই অপরিবর্তিত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

এ ছাড়া বর্তমানে প্রচলনে থাকা এক হাজার টাকা মূল্যমানের অন্যান্য নোটও বৈধ নোট হিসেবে চালু থাকবে।

আরও সংবাদ পড়ুন।

ব্যাংকসমূহে জনগণের আমানত সম্পূর্ণ নিরাপদ রয়েছে – কেন্দ্রীয় ব্যাংক

আরও সংবাদ পড়ুন।

বাংলাদেশ আইএমএফের ঋণের প্রথম কিস্তির ৪৭ কোটি ডলার পেলো

আরও সংবাদ পড়ুন।

ডিজিটাল প্রতারকদের খপ্পর থেকে রক্ষা পেতে ৩৩১টি জুয়ার ওয়েবসাইট বন্ধ করেছে সরকার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top