পুলিশের ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাদের বদলি

Picsart_23-01-03_00-12-44-891.jpg

পুলিশের ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাদের বদলি

বিশেষ প্রতিবেদকঃ বুধবার ( ১৫ ফেব্রয়ারি২০২৩) রাষ্ট্রপতির আদেশক্রমে এ প্রজ্ঞাপনে সই করেন মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ- ১ অধিশাখার উপ-সচিব নূর-এ-মাহবুবা জয়া।

আদেশে সিলেট রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মফিজ উদ্দিন আহম্মেদসহ ডিআইজি সমমর্যাদার ১৪ জনকে নতুন কর্মস্থলে বদলি করা হয়। আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশনা দেয়া হয়েছে।

সিলেট রেঞ্জে মফিজ উদ্দিন আহম্মেদের স্থানে নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব পেয়েছেন এন্টি টেরোরিজম ইউনিটের শাহ মিজান শফিউর রহমান।

বদলি করা অন্য কর্মকর্তারা হলেন, পুলিশ ট্রেনিং সেন্টারের কমানড্যান্ট মোহা. আশরাফুজ্জামানকে ডিএমপিতে, পুলিশ অধিদপ্তরের উপপুলিশ মহাপরিদর্শক মো. মাহবুবুর রহমান ভূঁইয়াকে রেলওয়ে পুলিশে, সিলেট মহানগরীর পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফকে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারে, রেলওয়ে পুলিশের উপপুলিশ মহাপরিদর্শক জয়দেব কুমার ভদ্রকে পুলিশ অধিদপ্তরে ও ট্যুরিস্ট পুলিশের উপপুলিশ মহাপরিদর্শক মো. ইলিয়াছ শরীফকে সিলেট মহানগরীর পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

অন্য একটি আদেশে আরও সাতজনকে বিভিন্ন স্থানে বদলি করা হয়।

আরও সংবাদ পড়ুন।

কেউ শান্তি-শৃঙ্খলার বিঘ্ন ঘটালে তা আইনানুগভাবে মোকাবেলা করবে পুলিশ – আইজিপি

আরও সংবাদ পড়ুন।

ডিআইজি থেকে পদোন্নতি পেয়ে চার কর্মকর্তা অতিরিক্ত আইজি

আরও সংবাদ পড়ুন।

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মনিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top