সরকারী ট্যাক্স ফাঁকি’র অভিযোগে ভাঙ্গা সাব-রেজিষ্ট্রি অফিসে দুদকের অভিযান

Picsart_22-12-05_19-29-10-639.jpg

সরকারী ট্যাক্স ফাঁকি’র অভিযোগে ভাঙ্গা সাব-রেজিষ্ট্রি অফিসে দুদকের অভিযান

সাগর চৌধুরীঃ আজ মঙ্গলবার (১৭জানুয়ারী২০২৩) দুদক জেলা কার্যালয়, ফরিদপুরের একটি টিম অভিযান পরিচালনা করে। ভূয়া দাতা দেখিয়ে দলিল সৃজন ও জমির শ্রেণি পরিবর্তন করে মৌজা রেটের চেয়ে কম মূল্য দেখিয়ে দলিল সম্পাদন করে। সরকারী ট্যাক্স ফাঁকি অভিযোগের ভাঙ্গা সাব-রেজিষ্ট্রি অফিসের সাবরেজিস্টার বিরুদ্ধে।

অভিযান পরিচালনাকালে অভিযোগ দরখাস্তে উল্লেখিত দলিল সমূহ সহ সংশ্লিষ্ট রেকর্ডপত্র পর্যালোচনায় মৌজা রেটের চেয়ে কম মূল্য দেখিয়ে দলিল সম্পাদন করে সরকারী ট্যাক্স ফাঁকির সত্যতা পাওয়া যায়।

তবে ইতোমধ্যে ফাকির ৭৩,৩৭০/- টাকা দলিলে ঘাটতি দেখিয়ে সরকারী কোষাগারে জমা প্রদান করা হয়েছে।

ট্যাক্স ফাঁকি অভিযোগ ছাড়াও একাধিক অভিযোগ ভাঙ্গা সাব-রেজিষ্ট্রি অফিসের সাবরেজিস্টার বিরুদ্ধে।

ক্ষমতা অপব্যবহার, দলিল নিবন্ধন করতে অতিরিক্ত টাকা গ্রহন করা, অফিস খরচের নামে অধিক টাকা দাবী করা, চাহিদা মত টাকা না দিলে জমি রেজিষ্ট্র না করা।

আরও সংবাদ পড়ুন।

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সাব রেজিস্ট্রার হাসানুজ্জামানের ঘুষ দাবী – দুদকের অভিযান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top