নাজিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা’র অফিসে দুদকের অভিযান
সাগর চৌধুরীঃ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, নাজিরপুর, পিরােজপুর-এর বিরুদ্ধে নতুন নিয়ােগপ্রাপ্ত শিক্ষকদের এমপিও ভুক্তির অনলাইন আবেদন যাচাই-বাছাই বাবদ ঘুষ দাবির অভিযােগে দুদক, সজেকা, বরিশালের সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ এর নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানকালে উক্ত অফিসে এনটিআরসি এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকাদের এম.পি.ও ভুক্তির অনলাইন আবেদন পেন্ডিং থাকার তথ্য পাওয়া যায়নি।
তাছাড়া চলতি বছরে কোন আবেদন বাতিল বা কোয়ারী করারও তথ্য পাওয়া যায়নি।
নিয়োগপ্রাপ্ত শিক্ষকাদের এম.পি.ও ভুক্তির অনলাইন আবেদন ৫,০০০/- টাকা না দিলে পেন্ডিং রাখা হয় বা বাতিল করা হয় বা কোয়ারী করা হয় সংক্রান্ত অভিযোগের বিষয়ে সরেজমিনে পরিচালিত অভিযানের প্রেক্ষিতে বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর দাখিল করবে এনফোর্সমেন্ট টিম।