বরিশাল-ভোলা রুটে লঞ্চ-স্পিডবোট বন্ধ; যাত্রীদের ভোগান্তি

Picsart_22-11-03_16-36-37-415.jpg

বরিশাল-ভোলা রুটে লঞ্চ-স্পিডবোট বন্ধ,যাত্রীদের ভোগান্তি

জেলা প্রতিনিধিঃবরিশাল-ভোলা রুটে লঞ্চ-স্পিডবোট বন্ধ থাকায় ভোগান্তিকে পড়েছেন যাত্রীরা। আজ বৃহস্পতিবার (৩ নভেম্বর২০২২) সকাল থেকে বরিশাল নদী বন্দর ও ডিসি ঘাট থেকে কোনো লঞ্চ ও স্পিডবোট ভোলার উদ্দেশ্যে ছেড়ে যায়নি।

তেমনি ভোলা থেকেও কোনো নৌযান বরিশালে আসেনি, এমনই জানান যাত্রীরা।

এ বিষয়ে বরিশালের লঞ্চ মালিক সমিতি কোনো কারণ জানা যায়নি, যাত্রীদের বা গণমাধ্যমে।

বরিশাল-ভোলা রুটে লঞ্চ-স্পিডবোটের অপেক্ষায় বসে থাকা এক যাত্রী বলেন, ব্যবসায়ীক কাজে সকালে ভোলা যাওয়ার জন্য লঞ্চঘাটে আসি। এসে জানতে পারি ভোর থেকে ভোলায় কোনো লঞ্চ যাচ্ছে না, আবার সেখান থেকেও কোনো লঞ্চ বরিশালে আসেনি। এরপর স্পিডবোট ঘাটে গিয়ে দেখি তাও চলছে না।

লঞ্চ বন্ধের বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক কবির হোসেন জানান, ভোলায় আওলাদ নামক একটি লঞ্চে বুধবার হামলার ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে সকাল থেকে শুধু ভোলা রুটে লঞ্চ চলছে না। তবে মেহেন্দিগঞ্জ ও মজুচৌধুরীরহাট রুটের লঞ্চগুলো এখনও চলাচল করছে।

এদিকে, ৫ নভেম্বর বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশের কারণেই লঞ্চ বন্ধ করা হয়েছে বলে এমনটাই বলছেন বিএনপি নেতারা।

বরিশাল-ভোলা রুটে লঞ্চ-স্পিডবোট বন্ধ থাকার বিষয়টি সম্পর্কে জানতে, আমরা ভোলা জেলার জেলা প্রশাসকের সাথে যোগাযোগ করতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেছি। তিনি মুঠোফোনের কল রিসিভ করেন নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top