ভোলায় সংঘবদ্ধ ধর্ষণ মামলায় দু’জনের যাবজ্জীবন ও একলক্ষ টাকা করে জরিমানা

Picsart_22-08-11_18-25-14-337.jpg

ভোলায় সংঘবদ্ধ ধর্ষণ মামলায় দু’জনের যাবজ্জীবন ও একলক্ষ টাকা করে জরিমানা

জেলা প্রতিনিধিঃ ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় সংঘবদ্ধ ধর্ষণ মামলায় দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

বুধবার (১৪সেপ্টেম্বর২০২২) জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নূরুল আলম মো. নিপু এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, জেলার চরফ্যাশন উপজেলার চরযমুনা গ্রামের মো. সেলিম ও চরনুরুল আমিন গ্রামের মো. নাসিম। রায় ঘোষণার সময় আসামি নাসিম আদালতে উপস্থিত থাকলেও সেলিম পলাতক রয়েছেন।

ঘটনার বর্ননায় জানা যায়, ২০০৪ সালের ৬ জুন চরনুরুল আমিন গ্রামের এক নারীকে আসামিরা পালাক্রমে ধর্ষণ করেন। ঘটনার দুই দিন পর চরফ্যাশন থানায় ধর্ষণ মামলা করেন ভুক্তভোগী। মামলার পর দীর্ঘ শুনানির শেষে আদালত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও বাকি চার আসামিকে বেকসুর খালাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top