চুরির সংবাদ শেয়ার করায় হামলা; মাদকাসক্ত সন্ত্রাসী মাসুমের খুঁটির জোর কোথায়?
উপজেলা প্রতিনিধিঃ ভোলা বোরহানউদ্দিন বড়মানিকা ৪নং ওয়ার্ড সরকারি ভবন নির্মাণের রড, সিমেন্ট চুরির সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের পা ভেঙে দেওয়ার হুমকির ভিডিও সোশ্যাল মিডিয়া ফেসবুকে ভাইরাল হয়। ভিডিও স্থানীয় শাহীন ফেসবুকে শেয়ার করায় হামলা চালায় সন্ত্রাসীরা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার (১৪ সেপ্টেম্বর২০২২) রড, সিমেন্ট চুরির ভিডিও দক্ষিণ জয়নগর এর বাসিন্দা ওহিদ মিয়ার ছেলে শাহিন তার ফেসবুক ওয়ালে শেয়ার করায় রাত আটায় দৌলতখান উপজেলার নুর মিয়ার হাট বাজারে মাদকাসক্ত সন্ত্রাসী মাসুম তার ভাই মামুন ও তার পিতা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অজুদের নেতৃত্বে একদল সন্ত্রাসী শাহিনের উপর হামলা চালিয়ে অচেতন অবস্থায় ফেলে রেখে যায়।
আহত শাহীন ও হামলাকারী সকলে দৌলতখান উপজেলা দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা।
পরে বাজারের লোকজন অচেতন অবস্থায় শাহীনকে দৌলতখান হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় সন্ত্রাসীদের বিরুদ্ধে মিয়ার হাট বাজারে স্থানীয়রা বিক্ষোভ প্রদর্শন করেন।
স্থানীয়রা আরো জানায়, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অজুদ তার দুই ছেলে মামুন ও মাসুমকে দিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। মামুন স্থানীয় দক্ষিণ জয়নগর ইউনিয়ন ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য হওয়ার পর থেকে এলাকার মানুষের পূর্বক জমি দখল, সালিশ বিচারের নামে অর্থ-বাণিজ্য করা তার পেশা হয়ে দাঁড়িয়েছে।
মাসুম নোয়াখালী কুমিল্লায় তার নানা শশুর বাড়ী হওয়ায়র সুবাদে সেখান থেকে মাদক এনে বিক্রি ও সেবন করার অভিযোগ করেছে স্থানীয়রা। এলাকায় চুরি-ছিনতাই ও নানা ধরনের সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত রয়েছে। তাদের অন্যায়ের বিরুদ্ধে কেউ মুখ খুললে তার ওপর হামলা চালায় মাসুম। তার ভাই মামুন ও বাবা ওজুদ মিয়ার ছত্রছায়ায় মাসুম এলাকায় অপরাধের স্বর্গরাজ্য হিসেবে গড়ে তুলেছে।
ওই ঘটনায় অভিযুক্ত ওজুদ মিয়ার ব্যবহৃত মোবাইল ফোনে জানতে চাইলে এ বিষয়ে কোনো বক্তব্য দিতে নারাজ। সাংবাদিকরা যে তথ্য পেয়েছে তা প্রকাশ করতে বলেন।
এ বিষয়ে দৌলতখান থানার (ওসি) জাকির হোসেন জানান, ডিউটি অফিসার বিষয়টি আমাকে জানিয়েছে। একটি অভিযোগ গ্রহণ করেছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
বাবা ও ভাইয়ের প্রশ্রয় মাসুম এলাকায় চুরি ছিনতাই ও চাঁদাবাজি জড়িয়ে পড়ছে। তাদের অত্যাচারে এলাকার মানুষ দিশেহারা হয়ে পড়ছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভোলা ২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল ও স্থানীয় পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন সাধারণ জনগণ।