বোরহানউদ্দিনে অবৈধ বেহিন্দি জালে ভরে গেছে তেতুলিয়া নদী; নিরব মৎস্য বিভাগ
সাগর চৌধুরীঃ ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার গংগাপুর, কুতুবা এবং সাচড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে তেতুলিয়া নদী থেকে অবৈধ ভাবে বেহিন্দি জাল দিয়ে অবৈধ মৎস্য আহরন করছে জেলেরা।
ড্রাম দিয়ে তৈরি পানির উপর ভাসমান অবস্থায় অবৈধ বিন্ধি বা মেহেন্দি জাল গুলো স্থানীয়দের চোখে পড়লেও চোখে পড়ে না প্রশাসনের, উপজেলা এবং জেলা মৎস্য কর্মকর্তাদের।
মাসের পর মাস এমন অবৈধ জাল ফেলায়, তেতুলিয়া নদীর মাঝ বরাবর থেকে স্থায়ী ভাবে পেতে রাখায় নৌ-চলাচলেও বিঘ্ন ঘটছে। কিন্তু মৎস্য সম্পদ রক্ষা করার দায়িত্বে যারা আছেন তারা গভীর ঘুমে মগ্ন।
অবৈধভাবে ফেলে রাখা মাছ ধরার বেহিন্দি জালগুলো অপসারণ করে, যান চলাচলের সুযোগ করে দিতে হবে, মাছের রেনু পোনা রক্ষা করে, মৎস্য সম্পদ রক্ষা করার জোর দাবী জানান, বোরহানউদ্দিন বাসী।
ভিডিও চিত্র দেখুন।