সাংবাদিক বাহাউদ্দিন ইমরানকে সাতক্ষীরায় ডেকে ব্যাখ্যা চাওয়া; ৩৯ ধারার ২উপধারার‘খ’অনুচ্ছেদের পরিপন্থী

Picsart_22-05-25_22-30-55-460.jpg

সাংবাদিক বাহাউদ্দিন ইমরানকে সাতক্ষীরায় ডেকে ব্যাখ্যা চাওয়া;৩৯ ধারার ২উপধারার‘খ’অনুচ্ছেদের পরিপন্থী

বিশেষ প্রতিবেদকঃ সংবাদ প্রকাশের কারণে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সদস্য ও অনলাইন সংবাদ মাধ্যম বাংলা ট্রিবিউনের নিজস্ব প্রতিবেদক বাহাউদ্দিন আল ইমরানকে সাতক্ষীরায় ডেকে ব্যাখ্যা চাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

বুধবার (২৫ মে) এক বিবৃতিতে ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন উদ্বেগ প্রকাশ করে বলেছেন, একজন সাংবাদিক তার গোপন সূত্র থেকে তথ্য সংগ্রহ করে সংবাদ লেখেন৷ সেই সূত্র গোপন রাখাই সাংবাদিকতার প্রতিষ্ঠিত নীতি। সংবাদের সত্যতা নিয়ে প্রশ্ন থাকলে সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিবাদলিপি পাঠাতে পারেন৷ কিন্তু একজন সাংবাদিককে তার সংবাদের বিষয়ে তদন্ত কমিটির সামনে ডাকার কোনও অধিকার কারও নেই৷ এভাবে সাংবাদিককে ডেকে ব্যাখ্যা চাওয়া আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত সাংবাদিকতা নীতির পরিপন্থী। একইসঙ্গে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৩৯ ধারার ২ উপধারার ‘খ’ অনুচ্ছেদের পরিপন্থী।

বিবৃতিতে নেতারা আরও বলেন, সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে সাংবাদিক ইমরানকে গণশুনানিতে ডাকা পরোক্ষভাবে স্বাধীন সাংবাদিকতার বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক হুমকির শামিল ও নগ্ন হস্তক্ষেপ।

বিবৃতিতে ডিউিইজে নেতারা বলেন, ডিইউজের সদস্য সাংবাদিক বাহাউদ্দিন আল ইমরানকে হয়রানির চেষ্টা করা হলে সাংবাদিক সমাজ নীরব থাকবে না। সংবিধানের বিধান অনুযায়ী, সংবাদক্ষেত্রের স্বাধীনতা রক্ষায় কোনও আপোস করা হবে না।

উল্লেখ্য, গত ২৬ এপ্রিল ‘অবাধ্য হলে এখনও ক্রসফায়ারের হুমকি দেন নাজিম উদ্দিন’ শিরোনামে একটি সংবাদ বাংলা ট্রিবিউনে প্রকাশিত হয়। সেই সংবাদের জেরে আগামী ৩০ মে বেলা ১১টায় সাতক্ষীরা সার্কিট হাউজে গণশুনানির আয়োজন করা হয়েছে।৷ সেই শুনানিতে সাংবাদিক বাহাউদ্দিন ইমরানকেও ডাকা হয়েছে।

এদিকে, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সদস্য ও অনলাইন সংবাদ মাধ্যম বাংলা ট্রিবিউনের নিজস্ব প্রতিবেদক বাহাউদ্দিন আল ইমরানকে সাতক্ষীরায় ডেকে ব্যাখ্যা চাওয়ায় প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে,”বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব” এর সভাপতি সাগর চৌধুরী ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শফিক।

বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সভাপতি বলেন, নিজের স্বার্থহাসিল করার জন্য গণমাধ্যমকে হেয় করে কোর্টের ডাক অবিলম্বে ফিরিয়ে নেওয়া হোক।

এছাড়াও দেশের বিভিন্ন সাংবাদিক সংগঠন এর প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন ইতোমধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top