কেউ কথা রাখেনি; অলিম্পিকে এবারও পদক শূন্য

কেউ কথা রাখেনি; অলিম্পিকে এবারও পদক শূন্য

আমরা, আসলে প্রতিবার সেই একই ব্যর্থতার গল্প শুনতে শুনতে ক্লান্ত সবাই। ‘হার-জিত বড় নয়, অংশগ্রহণই বড় কথা’ এই আপ্তবাক্যই শেষ কথা হয়ে থাকছে। নিছক অংশগ্রহণই যেন বাংলাদেশের অলিম্পিক অর্জন। টোকিওতেও সেই পথেই হেঁটেছেন বাংলাদেশের প্রতিযোগীরা।

টোকিও অলিম্পিক শেষ হতে আরও দিন কয়েক বাকি। তবে রোববারই বাংলােদেশের জন্য শেষ হয়ে হয়ে গেছে এই ‘গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’।

অগ্রজ ক্রীড়াবিদদের মতোই ব্যর্থতার চোরাগলি ধরে হেঁটেছেন বাংলাদেশের ৬ প্রতিযোগী। এমনকি একটু আশার প্রদীপ জ্বালিয়ে রাখা তীরন্দাজ রোমান সানা-দিয়া সিদ্দিকী, তারাও ব্যর্থ।

প্রশ্ন উঠেছে- কতদিন আর অলিম্পিকের সেই শতবর্ষীয় পুরনো মন্ত্র ‘হার জিত বড় নয়, অংশগ্রহণই বড় কথা’য় আটকে থাকবে বাংলাদেশ? অলিম্পিকে পদক প্রত্যাশাটা কি আসলেই মানায় না লাল-সবুজের প্রতিনিধিদের?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top