পৌর মেয়র মুক্তার আলী গ্রেফতার

পৌরমেয়র মুক্তার আলী ঈশ্বরদীতে গ্রেফতার

জেলা প্রতিনিধিঃ রাজশাহীর আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলীকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনের নির্দেশনায় এএসপি (ডিএসবি) রুবেল আহমেদের নেতৃত্বে পাবনা জেলার ঈশ্বরদী থানার পাকশী থেকে সারারাত অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ শুক্রবার (৯ জুলাই) ভোর ৫টার দিকে রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটা চৌকস দল তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে তাকে নিয়ে অভিযান চালানোর একপর্যায়ে বাঘা থানার আড়ানীস্থ তার নিজ বাড়ি থেকে ৪ বোতল ফেনসিডিল, একশত গ্রাম গাঁজা, নগদ একলাখ টাকা এবং দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়।

তার বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, মাদকদ্রব্য এবং প্রায় এক কোটি টাকা উদ্ধার করেছিলো রাজশাহী জেলা পুলিশ। তখন থেকেই মেয়র মুক্তার আলী পলাতক ছিলেন।

এ ঘটনায় মেয়র মুক্তার আলীকে প্রধান আসামি করে বাঘা থানায় চারটি মামলা হয়েছে। অবৈধ অস্ত্র ও গোলাবারুদের উৎস জানতে জিজ্ঞাসাবাদের জন্য মেয়র মুক্তারকে আদালতের মাধ্যমে রিমান্ডে নেওয়া হবে বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top