ভোলা জেলার বিভিন্ন উপজেলা থেকে চিংড়ি পাচারকালে ১৮ জন আটক
বরিশাল বুরো প্রতিনিধিঃ ভোলা জেলার বিভিন্ন উপজেলা থেকে অবৈধ ভাবে চিংড়ির পাচার করার সময় চিংড়ি পাচারকালে ১৮ জন আটক করেছে প্রশাসন।
বৃহস্পতিবার দুপুরে চিংড়ি রেণু পাচারের সময় বরিশাল মৎস্য বিভাগের অভিযানে ভোলার বিভিন্ন উপজেলা থেকে একটি চালান (২২ ব্যারেল চিংড়ি) সহ ১৮ জন আটক করা হয়েছে।
বরিশাল জেলা মৎস্য অফিসার, মোঃ আসাদুজ্জামান,
১৮ জন আটক করার বিষয়টি নিশ্চিত করেন।
জেলা মৎস্য কর্মকর্তা- ইলিশ, বিমল চন্দ্র দাস, এই বিষয়ে বিস্তারিত জানাবেন বলে জানান, ১৮ জন আটক করা হয়েছে এটা নিশ্চিত।
বরিশালে বৃহস্পতিবার দুপুরে আটককৃত অবৈধ চিংড়ি রেনু আটক করে প্রশাসন।
জেলা মৎস্য অফিসার জানান, প্রত্যেক জেলের একমাস করে কারাদন্ড দেওয়া হয়েছে।