বুরো প্রতিনিধি বরিশালঃ পটুয়াখালী সদর উপজেলার
১ নং লাউকাঠি ইউনিয়নের দড়িতাল্লুক গ্রামে জোর করে অন্যের জমিতে তোলা হচ্ছে প্রধানমন্ত্রীর দেওয়া ঘর।
বিষয়টি স্থানীয়দের মাঝে বেশ প্রভাব ফেলেছে। স্থানীয় লোকজনের সাথে যোগাযোগ করে জানা যায়, পটুয়াখালী সদর উপজেলার দড়িতাল্লুক গ্রামের আমির ফকির পৈতৃক সূত্রে পাওয়া, এস এ ৫১, আর এস ২৬ এবং সিএস ৩৯ যার দাগ নং ২৭৯ ও খতিয়ান ৩৯ ভোগ দখল করে আসছে।
কিন্তু সেই জমিতে একই এলাকার ছালাম তালুকদার গং মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া ঘর; প্রশাসনকে ভুল তথ্য দিয়ে অন্যের জমিতে, বৃহস্পতিবার মধ্য রাতের অন্ধকারে জোর করে তোলে।
বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া ঘর তাই, অধিক সচেতনতায় জানতে আমাদের বরিশাল বুরো অফিস কেন্দ্রীয় অফিসের সাথে যোগাযোগ করে।
কেন্দ্রীয় অফিস, পটুয়াখালী সদর থানার ওসির সাথে যোগাযোগ করে ঢাকা অফিস, তখন পটুয়াখালী সদর থানার ওসি মুঠোফোনে আশ্বাস দেন যে, এই রাতে বৈধ হোক আর অবৈধ হোক কোন ঘরই তোলা যাবে না।
ঘটনাটি ঘটানোর নায়ক ও ভুল তথ্য দিয়ে গণমাধ্যম কর্মীদের দ্বিধায় ফেলে দেয় ছালাম তালুকদার। গতকাল মধ্যরাতেও গনমাধ্যম কর্মিদের সে জানায়, এই রাতেও ঘর তুলছি। এই জায়গা আমাদের। তিনি নানা ভাবে হুমকিও দেয়।
বিষয়টি গুরুত্বপূর্ণ এবং মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া ঘড় তাই স্বাভাবিক না ভেবে আজ শুক্রবার সকালে পটুয়াখালী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা লতিফা জানাতী’র সাথে যোগাযোগ করেন গণমাধ্যম কর্মী।
পটুয়াখালী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা লতিফা জানাতী।
পটুয়াখালী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা লতিফা জানাতী’র মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অতি গুরুত্বের সাথে দেখবেন বলে গণমাধ্যম কর্মিকে আশ্বাস দেন।
বিষয়টি গুরুত্বপূর্ণ এবং মাননীয় প্রধানমন্ত্রীর আদেশ যেন যথাযথ ভাবে পালন করা হয় তাই বিষয়টি জানতে আমরা যোগাযোগ করি, পটুয়াখালী সদর উপজেলার ১ নং লাউকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শহিদুল ইসলাম খোকনের সাথে তিনি বলেন, বিষয়টি আমাকে জানানো হয়েছে অনেক দিন আগেই। আমিও তাদের কথা শুনেছি। তবে এখন জানলাম গতকাল রাতে ছালাম তালুকদার ঘর তুলছে। এটা মোটেও ঠিক করেনি। আদালতে মামলা থাকলে কেউ তো জোর করে ঘর তুলতে পারে না।
ভুক্তভোগী ও অভিযোগ কারী আমির ফকির
সকলের কাছে ন্যায় বিচার চায়। তার জমিতে অবৈধ ভাবে ঘর যেন না তোলা হয়। সে আরও বলে, মাননীয় প্রধানমন্ত্রীর আদেশ পালন করার নামে কতিপয় মুখোশধারী অন্যের ভূমি দখল কারীর যেন আইনের আওতায় শাস্তি দেওয়া হয়।