নথি চুরির অভিযোগে কর্মচারীকে থানায়

PicsArt_06-04-08.07.52.jpg

নথি চুরির অভিযোগে কর্মচারীকে থানায় দিল

নগর প্রতিবেদকঃ নথি চুরির অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) এর একজন অফিস সহকারীকে পুলিশে দিয়ে তার বিরুদ্ধে মামলা করেছে কর্তৃপক্ষ।

এছাড়া একই অপরাধে আরেকজনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে রাজউক জানিয়েছে।

বুধবার রাতে রাজউকের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর রফিকুল ইসলামকে মতিঝিল থানায় নেওয়া হয়।

মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম মোল্লা বলেন,“রফিকুল ইসলামকে থানায় দিয়ে রাজউকের একজন সহকারী পরিচালক নথি চুরির মামলা করেছেন তার বিরুদ্ধে।

“পুলিশ বিষয়টি তদন্ত করছে।”

এ বিষয়ে রাজউকের সদস্য (প্রশাসন ও অর্থ) কবির আল আসাদ বলেন, দুজন কর্মচারী নথি চুরি করেছিল। এদের একজন রাউজকের স্থায়ী কর্মচারী, আরেকজন অস্থায়ী। অস্থায়ী কর্মচারীকে পুলিশের হাতে দেওয়া হয়েছে। আরেকজনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিচ্ছে রাজউক।

তিনি বলেন, “তারা আমাদের এস্টেট ও ভূমি শাখার কর্মচারী। আমাদের কিছু গুরুত্বপূর্ণ নথি সরিয়েছে তারা। এ কারণে একজনকে থানায় দিয়েছি। আমাদের নিয়মিত স্টাফের বিরুদ্ধে আমরা অফিসিয়ালি ব্যবস্থা নিচ্ছি।”

তাবে স্থায়ী ওই কর্মচারী পরিচয় জানাননি তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top