ভোলায় অবৈধ পলিথিন শপিং ব্যাগ পরিবহন করার অপরাধে ৪০হাজার টাকা জরিমানা
জেলা প্রতিনিধিঃ আজ সোমবার (০৬ নভেম্বর ২০২৩)পরিবেশ অধিদপ্তর, ভোলা জেলা কার্যালয়ের উদ্যোগে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ পরিবহন করার অপরাধের মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
আজকের মোবাইল কোর্টে ভোলা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আরাফাত হুসাইন এবং সাইফুল ইসলাম ভূঞা দায়িত্ব পালন করেন।
মোবাইল কোর্টে প্রসিকিউশন করেন পরিবেশ অধিদপ্তর, ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক, মোঃ তোতা মিয়া। আইন শৃঙ্খলায় সার্বিক সহযোগিতা করেন ভোলা জেলা পুলিশের সদস্যরা।
মোবাইল কোর্টের মাধ্যমে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ পরিবহন করার জন্য “জননী এক্সপ্রেস পার্সেল সার্ভিস”, ভোলা জেলা শাখার ম্যানেজার আজমির দেওয়ানকে চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়।
৩৫০(তিনশত পঞ্চাশ) কেজি পলিথিন জব্দ করা হয়। এছাড়াও ভবিষ্যতে কোনো প্রকার পলিথিন শপিং ব্যাগ পরিবহন না করার জন্য মুচলেকা নেয়া হয়।
পরিবেশ অধিদপ্তর, ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক, মোঃ তোতা মিয়া বলেন, এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।
আরও সংবাদ পড়ুন।
বোরহানগঞ্জ বাজারে “মেসার্স আখি স্টোর”কে বিশ হাজার টাকা জরিমানা
আরও সংবাদ পড়ুন।
ভোলা সদরে পলিথিন শপিং ব্যাগ বিক্রয় ও বিতরণ বন্ধে মোবাইল কোর্টে জরিমানা
আরও সংবাদ পড়ুন।
ভোলায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন উপলক্ষে সমাবেশ ও আলোচনা সভা