ভোলায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন উপলক্ষে সমাবেশ ও আলোচনা সভা
জেলা প্রতিনিধিঃ আজ বুধবার (২৬ এপ্রিল২০২৩) ভোলায় পরিবেশ অধিদপ্তরের বাস্তবায়নাধীন শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প এর আওতায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন উপলক্ষে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে মানববন্ধন ও সমাবেশ করা হয় এবং সমাবেশে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, বিবেক সরকার উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পলিশ সুপার, আছাদুজ্জামান ও ভোলা জেলার সিভিল সার্জন ডাঃ কে এম শফিকুজ্জামান।
সমাবেশ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিবেক সরকার এবং গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আছাদুজ্জামান এবং সিভিল সার্জন ডাঃ কে এম শফিকুজ্জামান।
আলোচনা সভা সভাপতিত্ব করেন ভোলা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব রিপন কুমার সাহা।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ তোতা মিয়া।
আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন উপলক্ষে এবং শব্দ দূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন, ভোলা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আরাফাত হুসাইন।
মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ তোতা মিয়া।
মোবাইল কোর্টে ৫টি যানবাহনের বিরুদ্ধে মোট ৫৫০০(পাচঁ হাজার পাচঁশত) টাকা জরিমানা করা হয় এবং ১২টি হর্ণ জব্দ করা হয়। এছাড়া জনসচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণ করা হয়।
আরও সংবাদ পড়ুন।
বোরহানউদ্দিনে ৩টি ইটভাটায় বিভিন্ন অপরাধে জরিমানা করেন – নির্বাহী ম্যাজিস্ট্রেট
আরও সংবাদ পড়ুন।
বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর পুরস্কারের জন্য ২৩ ব্যক্তি – প্রতিষ্ঠান মনোনীত
আরও সংবাদ পড়ুন।
সারা দেশের মোট ইটভাটার প্রায় অর্ধেকই অবৈধ; তথ্য সংগ্রহ করছে দুদক