আমি যেদিন থাকব না – আনিসুল হক
আমি যেদিন থাকব না, কেউই কিছু বুঝবে না,
চলবে সবই নিয়মমাফিক, আমাকে কেউ পুছবে না।
আস্ত রবি অস্ত যাবে, উঠতে পারে সন্ধ্যাতারা;
যাদের টাকা ধার করেছি, কিছুটা ধার ধারবে তারা।
যারা আমার লোন নিয়েছেন, তারা যাবেন দিব্যি চেপে,
১১ পাতায় খবর হবো, আড়াই ইঞ্চি জুটবে মেপে।
আধা কলাম ছবির নিচে ক্যাপশনে ঠিক তিনটা ভুল,
আনিসুর হক ছাপা হবে কেউবা লিখবে আনিছুল।
আমার ঘরে চলবে টিভি, হিন্দি সিরিজ থামবে না,
চড়ই করবে কিচির মিচির, তারা কিছুই জানবে না।
আমি কারও বন্ধু ছিলাম, আমার তো তা হয় না মনে,
বন্ধুকৃত্য করবে না কেউ, রইব পড়ে সুনির্জনে।
ভাবছি একটা দাঁত বাঁধাব, বাইশ ক্যারট স্বর্ণ মুড়ে,
মরার পরে নেবেন তিনি, উড়ে যিনি বসেন জুড়ে।
সোনার লোভে কেউ না আসুক, গোরের পাশে আসবে চোরে,
পড়বে না মোর পায়ের চিহ্ন, তাহার চিহ্ন রইবে পড়ে।
আনিসুল হক
কবি ও কথাশিল্পী
সিনিয়র সাংবাদিক